প্রত্যাশা অপূর্ণ রেখেই বিদায় বললেন সামির নাসরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
প্রত্যাশা অপূর্ণ রেখেই বিদায় বললেন সামির নাসরি

দারুণ সম্ভাবনা নিয়ে শুরু করেও বিবর্ণ ক্যারিয়ারের ইতি টানলেন ফরাসি ফুটবলার সামির নাসরি। শেষ বেলায় ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে ক্যারিয়ারকে কলুষিত করেছিলেন তিনি। এবার সবকিছুকে একপাশে সরিয়ে রেখে নিজের বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এ ফরাসি মিডফিল্ডার।

২০০৪ সালে অলিম্পিক মার্শেইয়ের হয়ে পেশাদার ফুটবল শুরু করেন সামির নাসরি। এরপর থেকেই দারুণ প্রতিভাবান কিংবা সম্ভাবনাময় হিসেবে পরিচিতি পেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। তাই তো ক্যারিয়ারের হাজারো অপূর্ণতা রেখেই বুট জোড়া তুলে রাখলেন।

২০০৪ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা সামির নাসরি, ২০০৭ সালে ফ্রান্সের হয়ে অভিষেক ম্যাচ খেলেন। ২০১৩ সাল পর্যন্ত জাতীয় দলে নিয়মিত হলেও সেখানেই থেমে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের যাত্রা। ফ্রান্সের হয়ে ৪১ ম্যাচে ৫ গোল করেছিলেন এ মিডফিল্ডার।

সামির নাসরি মূলত পরিচিতি পেয়েছিলেন ম্যানচেস্টার সিটিতে খেলাকালীন। সিটিজেনদের হয়ে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিন মৌসুমে খেলেন। সিটি ছাড়াও ইংলিশ লিগের আরেক দল আর্সেনালের হয়ে খেলেছিলেন।

মূলত ২০১৮ সালে ডোপ টেস্টে নিষিদ্ধ হয়ে ক্যারিয়ারের শেষ দেখে ফেলেন সামির নাসরি। সে সময় ১৮ মাসের নিষেধাজ্ঞার কবলে পড়ে ফুটবল থেকে দূরে ছিলেন। এরপর মাঠে ফিরলেও প্রত্যাশার কোনো অংশই পূর্ণ করতে পারেননি তিনি।

নিষেধাজ্ঞা থেকে ফিরে সর্বশেষ ২০২০-২১ মৌসুমে আন্ডারলেখটের হয়ে খেলেছিলেন। তবে সেখানেও বলার মতো কোনো পারফর্মেন্স করতে পারেননি। তাই তো মাত্র ৩৪ বছর বয়সেই সবধরনের ফুটবলকে বিদায় জানালেন সামির।

ডোপ টেস্টে পজেটিভ এলেও এখনও সামির নাসরি দাবিকরেন নিষিদ্ধ কোনো ড্রাগ নেননি তিনি। তার দাবি, জ্বর হওয়ার কারণে ভিটামিন ইনজেকশন নিয়েছিলেন। এতেই তিনি ডোপ টেস্টে পজেটিভ আসবেন এটা মোটেও বুঝতে পারেননি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারের উপর ক্ষিপ্ত এমবাপে

নেইমারের উপর ক্ষিপ্ত এমবাপে

অবশেষে পিএসজির অনুশীলনে মেসি

অবশেষে পিএসজির অনুশীলনে মেসি

ইংলিশ লিগের ফুটবলারদের রেখেই ব্রাজিল দল ঘোষণা

ইংলিশ লিগের ফুটবলারদের রেখেই ব্রাজিল দল ঘোষণা

এভারটন ছেড়ে কাতারের ক্লাবে রদ্রিগেজ

এভারটন ছেড়ে কাতারের ক্লাবে রদ্রিগেজ