নেইমারের উপর ক্ষিপ্ত এমবাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
নেইমারের উপর ক্ষিপ্ত এমবাপে

কয়েকদিন আগে ফ্রেঞ্চ লিগ ওয়ানে কিলিয়ান এমবাপের দিকে তেড়ে যাওয়ায় মেস গোলরক্ষকের সাথে কথাকাটি করেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে এবার উল্টো চিত্রও দেখা গিয়েছে। হঠাৎই নেইমারের উপর ক্ষেপেছেন ফরাসি স্ট্রাইকার এমবাপে।

২০১৭ সালে গ্রীষ্মাকালীন দলবদলে প্যারিস সেন্ট জার্মেইনে পাড়ি জমান নেইমার এবং কিলিয়ান এমবাপে। এরপর থেকেই পিএসজির প্রাণভোমরা হয়ে উঠেন তারা দুইজন। তবে দীর্ঘ এ বন্ধুত্বের সম্পর্কে দেখা দিয়েছে ফাটল। মন্টপেলিয়ারে বিপক্ষে ম্যাচে এ দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝির তৈরি হয়েছে। শুধু ভুল বোঝাবুঝি নয়, নেইমারের উপর বেশ ক্ষিপ্ত হয়েছেন এ ফরাসি স্ট্রাইকার।

বেশ কিছুদিন ধরেই পিএসজি ছাড়তে তোড়জোড় শুরু করেছেন কিলিয়ান এমবাপে। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির প্যারিসের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই পিএসজিতে খুশি নন এমবাপে। তবে শেষ পর্যন্ত বনিবনা না হওয়ায় ক্লাব ছাড়তে পারেননি এমবাপে।

মন্টপেলিয়ারের বিপক্ষে ম্যাচের ৮৯তম মিনিটে জার্মান তারকা জুলিয়ান ড্রাক্সলারকে দুর্দান্ত একটি পাস দেন নেইমার। সেখান থেকে নিখুঁত ফিনিশিংয়ে ২-০ গোলে দলের জয় নিশ্চিত করেন তিনি। মূলত এ কারণেই ক্ষেপেছেন এমবাপে।

এ ম্যাচে তিনবার নিখুঁত ফিনিশিংয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এমবাপে। বেশ কয়েকবার ফাঁকা অবস্থায় থাকার পরও এমবাপেকে পাস দেননি নেইমার। এতেই ক্ষেপেছেন এমবাপে।

সতীর্থ জুলিয়ান ড্রাক্সালারের এ গোলের পর ইদ্রিসা গুইয়ের কাছে ক্রোধ প্রকাশ করেন এমবাপে। এ সময় ইদ্রিসাকে এমবাপে বলছিলেন, ‘আমাকে একবারও এমন একটি পাসও দেয়নি সে।’

এমবাপের এ অডিও এবং ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। এভাবেই নেইমারের উপর ক্ষোভ প্রকাশ করেন এমবাপে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে পিএসজির অনুশীলনে মেসি

অবশেষে পিএসজির অনুশীলনে মেসি

ইংলিশ লিগের ফুটবলারদের রেখেই ব্রাজিল দল ঘোষণা

ইংলিশ লিগের ফুটবলারদের রেখেই ব্রাজিল দল ঘোষণা

এভারটন ছেড়ে কাতারের ক্লাবে রদ্রিগেজ

এভারটন ছেড়ে কাতারের ক্লাবে রদ্রিগেজ

দুই বছর পরপর বিশ্বকাপ চাচ্ছে না ক্লাবগুলো, সভায় বসছে ফিফা

দুই বছর পরপর বিশ্বকাপ চাচ্ছে না ক্লাবগুলো, সভায় বসছে ফিফা