বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়ে এখনও নিজের সেরা ফর্ম দেখাতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এরই মধ্যে ইনজুরির কারণে পিএসজির হয়ে দুই ম্যাচে মাঠের বাইরেও ছিলেন তিনি। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।
ঘরের মাঠে অলিম্পিক লিওর বিপক্ষে ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। যদিও ওই ম্যাচে ইনজুরি নিয়েই ম্যাচ শেষ করতে চেয়েছিলেন। তবে কোচের সিদ্ধান্তে তাকে মাঠ ছাড়তে হয়।
লিওর বিপক্ষে ম্যাচের পর এমআরআই করানো হলে তার হাঁটুতে ইনজুরি ধরা পড়ে। এ কারণে দুই ম্যাচে মেস এবং মন্টপেলিয়ারের বিপক্ষে ম্যাচে ছিলেন না লিওনেল মেসি।
রোববার (২৬ সেপ্টেম্বর) চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে পিএসজি। এ অনুশীলন সেশনেই ফেরেন মেসি।
ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছেন, সোমবার (২৭ সেপ্টেম্বর) অনুশীলনের পর সিদ্ধান্ত নেওয়া হবে আর্জেন্টাইন তারকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে ফিরবেন কিনা।
মেসি ছাড়াও একই দিনে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। তবে এখনও দলীয় অনুশীলনে ফেরেননি স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে ঘরের মাঠে আতিথ্য দিবে মারিসিও পচেত্তিনোর পিএসজি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]