টানা দুই ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসি। গোলের দেখা পাননি আরেক বড় তারকা নেইমার। মেসের বিপক্ষে মেসিকে ছাড়াও দাপট দেখালেও মন্টপেলিয়ারের বিপক্ষে কিছুটা বর্ণহীন ছিল পিএসজি। তবুও লিগে নিজেদের টানা অষ্টম জয় নিশ্চিত করেছে তারা।
শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে লিগ ওয়ানের ম্যাচে ২-০ ব্যবধানে মন্টপেলিয়ারের বিপক্ষে জয় পায় পিএসজি। দলের হয়ে প্রথম গোল করেন ইদ্রিসা গেয়ি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দলের জয় নিশ্চিত করেন জার্মান জুলিয়ান ড্রাক্সলার।
ম্যাচের শুরু থেকে মন্টপেলিয়ারকে চাপে রেখে খেলা শুরু করে পিএসজি। এর ফল স্বরুপ ম্যাচের ১৪তম মিনিটে গোলের দেখা পায় তারা। অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে লক্ষ্যভেদ করেন গেয়ি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নেইমারের নেওয়া দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে আটকে দেন মন্টপেলিয়ারের গোলরক্ষক। তাই তো ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত করে রাখলেও গোলের দেখা পাচ্ছিল না পিএসজি। ম্যাচের ৮৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন জুলিয়ান ড্রাক্সলার। মাঠের নামার কয়েক সেকেন্ডের মধ্যেই গোল করে দলকে এগিয়ে নেন ড্রাক্সলার। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
ফ্রেঞ্চ লিগে ৮ ম্যাচের সবগুলোতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর পয়েন্ট ১৪।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]