কিছুদিন আগেই বিশ্বকাপ বাছাই পর্বে ইংলিশ লিগের ফুটবলারদের মিস করেছিল ব্রাজিল। একই শঙ্কা থাকার পরও ইংলিশ লিগে খেলা আট ফুটবলারকে দলে রেখেই আসন্ন আন্তর্জাতিক সূচির জন্য দল ঘোষণা করেছে কনফেডারেশন ডি ব্রাজিল ফুটবল (সিবিএফ)। তবে এবার পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন ব্রাজিল কোচ তিতে।
কাতার বিশ্বকাপ বাছাই পর্বের জন্য আসন্ন আন্তর্জাতিক সূচিতে ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এ তিন ম্যাচের জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।
করোনাভাইরাস বিস্তার রোধে যুক্তরাজ্য সরকারের নিয়মানুযায়ী ল্যাটিন আমেরিকা থেকে আসা ব্যক্তিদেরকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে। এ নিয়মের কারণে সর্বশেষ আন্তর্জাতিক সূচিতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ল্যাটিন ফুটবলারদের ছাড়েনি ক্লাবগুলো। কারণ কোয়ারেন্টাইন নিয়মের কারণে নিশ্চিতভাবেই ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচ মিস করবে ফুটবলাররা।
সেবার ফিফার পক্ষ থেকে অনুরোধ করা হলেও ইংলিশ ক্লাবগুলোর মন গলেনি। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল ব্রাজিল। এবারও সে শঙ্কা থাকার পরও আটজন ফুটবলারকে দলে ডেকেছেন কোচ তিতে।
ইংল্যান্ডে থাকা ব্রাজিল স্কোয়াডের আট ফুটবলার হলেন- লিভারপুলের অ্যালিসন বেকার ও ফ্যাবিনিও, ম্যানচেস্টার সিটির এডারসন ও গ্যাব্রিয়েল জেসুস, টটেনহামের এমারসন রয়্যাল, ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড, চেলসির থিয়াগো সিলভা এবং লিডস ইউনাইটেডের রাফিনহা।
বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বর্তমানে ক্লাবহীন থাকা দানি আলভেস। এছাড়াও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন নেদারল্যান্ডের ক্লাব আয়াক্স অ্যামস্টারডামের উইঙ্গার অ্যান্তেনিও। চোটের কারণে স্কোয়াডে জায়গা পাননি লিভারপুল তারকা রবার্তো ফিরমিনহো।
বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। বাছাই পর্বে এখন পর্যন্ত দুইটি হলুদ কার্ড পাওয়ায় প্রথম ম্যাচ মিস করবেন তিনি।
এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বে আট ম্যাচে মাঠে নেমেছে ব্রাজিল। সবগুলো ম্যাচেই জয় নিয়ে মাঠে ছেড়েছে। তাইতো শতভাগ জয় ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবে সেলেসাওরা।
ব্রাজিল স্কোয়াড
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভারতন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন রয়াল (টটেনহাম), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিয়ের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), থিয়াগো সিলভা (চেলসি), মারকুইনাস (পিএসজি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা)।
মিডফিল্ডার: ক্যাসিমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ফ্রেড (ম্যান ইউনাইটেড), এদেনিলসন (ইন্তারনাসিওনাল), গেরসন (অলিম্পিক মার্শেই), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিওঁ), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)।
ফরওয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তেনিও (আয়াক্স), রাফিনহা (লিডস ইউনাইটেড), ভিনিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (ম্যান সিটি), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), মাথিউস কুনিয়া (আতলেতিকো মাদ্রিদ)।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]