লিগ ওয়ানের পরের ম্যাচেও মেসিকে খেলাবে না পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২১
লিগ ওয়ানের পরের ম্যাচেও মেসিকে খেলাবে না পিএসজি

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমানোর পর থেকে লিওনেল মেসির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। গোল না পাওয়ার সমস্যার সাথে এবার যুক্ত হয়েছে ইনজুরি সমস্যা। পিএসজির সর্বশেষ ম্যাচের স্কোয়াডে ছিলেন না মেসি। মন্টপেলিয়ারের বিপক্ষে পরবর্তী ম্যাচও মিস করতে যাচ্ছেন তিনি।

ঘরের মাঠে অলিম্পিক লিওর বিপক্ষে ম্যাচে ইনজুরি নিয়েই খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন লিওনেল মেসি। তবে কোচের সিদ্ধান্তে তাকে মাঠ থেকে উঠে আসতে হয়। এরপর থেকেই গুঞ্জন উঠেছে কোচ মারিসিও পচেত্তিনোর সাথে তার সম্পর্ক ভালো চলছে না। এরই মধ্যে ইনজুরি সমস্যায় মাঠের বাইরে ছিটকে পড়েছেন এ আর্জেন্টাইন সুপারস্টার।

বাঁ পায়ের হাঁটুর চোটের কারণে মেজের বিপক্ষে সর্বশেষ ম্যাচে স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসি। হাঁটুতে চিড় দেখা দেওয়ায় তাকে স্কোয়াডে বাইরে রেখেছিলেন কোচ মারিসিও পচেত্তিনো। তখন বলা হয়েছিল ৪৮ ঘণ্টা পর মেসির প্রকৃত অবস্থা জানা যাবে।

প্রথম এমআরআই করানোর ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও বিস্তারিত কিছু জানায় নি পিএসজি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে মন্টপেলিয়ারের বিপক্ষে ম্যাচে মেসির না থাকার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজির নির্ভরশীল সূত্র।

মন্টপেলিয়ারের বিপক্ষে মেসির না থাকার বিষয়ে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন কোচ মারিসিও পচেত্তিনো। তিনি বলেন, ‘মেসির সুস্থতাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখা যাক মন্টপেলিয়ারে বিপক্ষে ম্যাচে সে ফিরতে পারে নাকি। আমাদের চিকিৎসকরা ওর বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করছে।’

এছাড়াও চলতি ২০২১-২২ মৌসুমে পিএসজির পারফর্মেন্স নিয়ে খুশি না কোচ পচেত্তিনো। এ বিষয়ে তিনি বলেন, ‘চ্যাম্পিয়নশিপ কেবল মাত্র শুরু হয়েছে। এখনই বলা কঠিন আমরা মৌসুম শেষে কোথায় থাকবো। সব দলের জন্যই সুযোগ আছে। আমি আবার বলছি, সাধারণভাবে আমাদের এ পারফর্মেন্সে আমি খুশি না।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এভারটন ছেড়ে কাতারের ক্লাবে রদ্রিগেজ

এভারটন ছেড়ে কাতারের ক্লাবে রদ্রিগেজ

ছিলেন না মেসি, নেইমার-এমবাপেকে ছাড়িয়ে জয়ের নায়ক হাকিমি

ছিলেন না মেসি, নেইমার-এমবাপেকে ছাড়িয়ে জয়ের নায়ক হাকিমি

ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন লেভানডোভস্কি

ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন লেভানডোভস্কি

দুই বছর পরপর বিশ্বকাপ চাচ্ছে না ক্লাবগুলো, সভায় বসছে ফিফা

দুই বছর পরপর বিশ্বকাপ চাচ্ছে না ক্লাবগুলো, সভায় বসছে ফিফা