কোচ রোন্যাল্ড কোম্যানের অধীনে কোনোভাবেই নিজেদের পুরোনো ছন্দে ফিরতে পারছে না বার্সেলোনা। এবার তারা ড্র করেছে কাদিসের বিপক্ষে। কাদিসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে বিবর্ণ ছিল বার্সা। দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ খুঁজে পেলেও ফ্র্যাঙ্ক ডি ইয়ং লাল কার্ড দেখায় আবারও খেই হারিয়ে ফেলে কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেই কাদিসের রক্ষণকে পরীক্ষায় ফেলতে পারেনি কাতালান ক্লাবটি। ম্যাচের বেশিরভাগ সময় বল নিজেদের দখলে প্রতিপক্ষের জালে মাত্র দুইটি শট নিয়েছিল কোম্যান শিষ্যরা।
অপরদিকে ৩২ শতাংশ সময় বল দখলে রেখে কাদিস বার্সেলোনার জাল লক্ষ্য করে ১৩ টি শট নেয়। যার মধ্যে তিনটি শট লক্ষ্যে ছিল।
ম্যাচের ২৭তম মিনিটে সুযোগ পেয়েছিল বার্সেলোনা। ফ্র্যাঙ্ক ডি ইয়ংয়ের ক্রস ঠেকাতে কোনো কষ্ট করতে হয়নি কাদিস গোলরক্ষক হেরেমিয়াস লেদেসমারকে। এরপর মেম্ফিস ডিপাই একবার চেষ্টা করলেও বল জাল খুঁজে পায়নি।
ম্যাচের ৫৯তম মিনিটে গোলমুখে জটলার মধ্যে থেকে আবারও শট নেন ডিপাই। তবে জায়গা মতো কেউ না থাকায় গোল করতে পারেনি।
ম্যাচের ৬৫তম মিনিটেই ম্যাচের সবচেয়ে বড় ধাক্কা খায় বার্সা। আলফানসো এসপিনোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডি ইয়ং।
ডি ইয়ংয়ের মাঠ ছাড়ার পর আর ধাক্কা সামলে উঠতে পারেনি। তাই তো কাদিসের বিপক্ষে জয়শূন্য থাকতে হলো কাতালান ক্লাবটিকে।
চলতি মৌসুমে পাঁচ ম্যাচে দুই জয় এবং তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে আছে বার্সেলোনা। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]