শক্তিশালী ইরানের বিপক্ষে অভিজ্ঞতা নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। তবে সে অভিজ্ঞতা অর্জনের ম্যাচেও বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা পেল বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ইরানের কাছে ৫-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
বুধবার (২২ সেপ্টেম্বর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৬৫ ধাপ উপরে আছে ইরান। ম্যাচের শুরুতেই দুই দলের মধ্যকার ব্যবধান স্পষ্ট হয়ে উঠে। ইরানের বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল হজম করে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা আর করতে পারেনি বাংলার মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে।
বাছাই পর্বের প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে ম্যাচেও ৫-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের দুই ম্যাচেই হারের ফলে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
২০১৪ সালে সর্বশেষ এশিয়ান কাপ বাছাই পর্ব খেলেছিল বাংলাদেশ। সেবার দেশের মাটিতে থাইল্যান্ডের বিপক্ষে ৯-০, ইরানের বিপক্ষে ২-০ এবং ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এবারও সে একই পরিণতি হলো বাংলাদেশের।
ম্যাচের ৪র্থ মিনিটে মেলিকা মোতেভাল্লির হেডে এগিয়ে যায় ইরান। এরপর ১৪তম মিনিটের দলের ব্যবধান দ্বিগুণ করেন গুলনুস খোশরাভি আর বিরতির আগে ২১তম মিনিটে ব্যবধান বাড়ান ইরান অধিনায়ক বেহেনাজ তাহেরখানি।
বিরতির পর মাঠে ফিরে আরও দুই গোল করে ইরান। ম্যাচের ৫৫তম মিনিটে হাজার দাব্বাঘি এবং ৬১তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন বেহেনাজ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]