২০২১-২২ মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন বুট গ্রহণ করলেন রবার্ট লেভানডোভস্কি। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ইউরোপিয়ান ফুটবলে এ পুরস্কার জয়ের পথে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোলানদোকে পেছনে ফেলেন লেভানডোভস্কি।
বায়ার্ন মিউনিখের জার্সিতে ২০২১-২২ মৌসুমে ৪১টি গোল করেছিলেন লেভানডোভস্কি। যার ফলস্বরূপ তিনি এ পুরস্কার জেতেন। ইউরোপের সকল ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতাকে প্রতি মৌসুমে এ পুরস্কার প্রদান করা হয়।
বুন্দেসলিগার ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসাবে গোল্ডেন বুট জিতলেন ৩৩ বছর বয়সী লেভানডোভস্কি। ১৯৭১-৭২ মৌসুমে প্রথমবার এটি জিতেছিলেন বায়ার্ন কিংবদন্তি গার্ড মুলার।
২০১৫ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে পর্তুগাল তারকা রোনালদো ৪৮টি গোল করে এ পুরস্কার জিতেছিলেন। তবে গত মৌসুমে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জয় করেন পোল্যান্ড তারকা লেভানডোভস্কি।
I would like to thank my family, team mates, coaches and the entire @FCBayern teamI am extremely proud of what we have achieved together as a team. Thank you! #GoldenShoe2021 pic.twitter.com/UzECuxSd03
— Robert Lewandowski (@lewy_official) September 21, 2021
বুন্দেসলিগায় মাত্র ২৯টি ম্যাচ খেলেই সবচেয়ে বেশি গোল (৪১) করেন লেভানডোভস্কি। গোল্ডেন বুট জয়ের পথে তিনি পেছনে ফেলেন সর্বোচ্চ ৬ বার এ পুরস্কার জেতা লিওনেল মেসি (৩০) এবং রোনালদোকে (২৯)। এছাড়া গোল্ডেন বুট জেতার তালিকায় রয়েছে চিরো ইম্মোবিল ও লুইস সুয়ারেসও।
গোল্ডেন বুট গ্রহণের পর তা ভক্ত-সমর্থকদের উৎসর্গ করেন লেভানডোভস্কি। তিনি বলেন, ‘যারা সবসময় আমার পাশে থেকে সমর্থন জুগিয়েছেন পুরস্কারটি তাদেরকে উৎসর্গ করলাম।’
লেভানডেভস্কি আরও বলেন, ‘আমি আমার পরিবার, দলের সকল খেলোয়ার, কোচিং স্টাফ এবং সর্বোপরি আমার ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই। তাদের সর্বাত্মক সহযোগিতা ছাড়া আমি কখনও এ পুরস্কার জিততে পারতাম না।’
তিনি বলেন, ‘খেলাধুলা জীবনের মতো। এখানে একে অপরকে মূল্যায়ন ও সহযোগিতা করতে হয়। প্রত্যেকের প্রতি নিরপেক্ষ থেকে অন্যের আদর্শ হওয়ার চেষ্টা করতে হয়। একটি দল হিসাবে আমরা যা অর্জন করতে পেরেছি তাতে আমি অত্যন্ত আনন্দিত।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]