শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। তবে এ জয়ের থেকে কোচের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে বেশি। যখন দল গোল পেতে বেশ মরিয়া তখনই মাঠ থেকে মেসিকে তুলে নেওয়া হয়েছে। ম্যাচ শেষে পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো জানিয়েছেন, দল এবং ফুটবলারদের ভালোর জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে লিওর বিপক্ষে ঘরের মাঠে নামে পিএসজি। ম্যাচের ৭৫তম মিনিটে ম্যাচে ১-১ সমতায় থাকাকালীন লিওনেল মেসিকে তুলে আশরাফ হাকিমিকে নামান কোচ পচেত্তিনো।
এর আগে অবশ্য মাঠে বাঁ হাঁটু নিয়ে বেশ অস্বতিতে ছিলেন লিওনেল মেসি। তবে ইশারা দিয়ে মাঠে খেলা চালিয়ের যাওয়ার কথা জানান। তবুও কোচ তাকে মাঠ থেকে উঠিয়ে নেন। মাঠে ছাড়ার সময় কোচের সিদ্ধান্ত নিয়ে বেশ অসন্তুষ্ট মনে হয়েছে তাকে।
তাই তো ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেসিকে উঠিয়ে নেওয়ার বিষয় নিয়ে কথা বলতে হয়েছে মাওরিসিও পচেত্তিনোকে। অবশ্য পচেত্তিনোও নিজেদের অবস্থান ব্যখ্যা করেছেন।
‘আমার মনে হয়, স্কোয়াডে থাকা ৩৫জনের স্কোয়াডে দারুণ সব ফুটবলার আছে। তবে মাঠে কেবল ১১ জনই খেলতে পারে। মাঠে দল এবং ফুটবলারদের ভালোর জন্যই সিদ্ধান্ত গুলো নেওয়া হয়।’
কখনও কোচের সিদ্ধান্তগুলো ফুটবলারদের ভালো লাগে না বলেও জানান তিনি। এছাড়াও কোচের করা সব পরিকল্পনা সব সময় কাজে লাগে না বলেও জানান তিনি। তবে দিনশেষে সিদ্ধান্ত নিতে হয় বলে জানান পচেত্তিনো।
মাঠ ছাড়ার সময় কোচের সঙ্গে মেসিকে কথা বলতে দেখা যায়। ধারণা করা হয়েছে, মাঠ থেকে উঠিয়ে নেওয়ার বিষয়েই কথা হয়েছিল। পচেত্তিনোর দাবি মেসির সাথে তার কোনো সমস্যা নেই।
মেসির সাথে কথোপকথনের বিষয়ে পচেত্তিনো বলেন, ‘সিদ্ধান্তগুলো কোচকেই নিতেই হয়। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ও কেমন বোধ করছে। সে জানিয়েছে সব ঠিকঠাক আছে। এটা নিয়েই কথা হয়েছিল।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]