শেষ সাত বছরের ভ্যালেন্সিয়ার মাঠে মাত্র একবারই জয় তুলে নিতে পেরেছিল রিয়াল মাদ্রিদ। এবারও হারের শঙ্কা রিয়ালকে ঘিরে ধরেছিল। তবে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিয়াস জুনিয়র এবং ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার গোলে ম্যাচ নিজেদের করে নেয় গ্যালাক্টিকোরা। শুধু জয় নয়, লিগ টেবিলের শীর্ষস্থানও পাকাপোক্ত করেছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) ভ্যালেন্সিয়ার মাঠে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল দুই দল। আক্রমণ-পাল্টা আক্রমণের এ ম্যাচে রিয়াল মাদ্রিদ বরং কিছুটা বিবর্ণই ছিল।
ম্যাচের শুরুতেই দুই দলের কোচই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন। ভ্যালেন্সিয়া অধিনায়ক কার্লোস সোলে, টনি লাতো এবং রিয়ালের দানি কারভাহাল চোট নিয়ে মাঠ ছাড়েন।
নিয়মিত একাদশের প্রধান দুই খেলোয়াড়কে হারিয়েও ভ্যালেন্সিয়া রিয়ালের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। তবে নিজেদের রক্ষণ দারুণভাবে সামলে রাখায় প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ৬৬তম মিনিটে লুকাস ভাসকেজের ভুল পাস থেকে বল পান হুগো দুরো। তার নেওয়া শট থেকে গোল করে এগিয়ে যায় স্বাগতিক ভ্যালেন্সিয়া।
শেষ আট মৌসুমে ভ্যালেন্সিয়ার মাঠে রিয়ালের বলার মতো কোন সাফল্য নেই। ২০১৭-১৮ মৌসুমে এক জয় ছাড়া বাকি ম্যাচগুলোর মধ্যে দুই ড্র এবং চার হার রিয়ালের।
তবে ভিনিয়াসের কল্যাণে হার এড়ানোটা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। ভিনিয়াসের বাম পাশ থেকে নেওয়া শট দিক বদলে ভ্যালেন্সিয়ার জালে জমা হয়। এতেই সমতায় ফেরে রিয়াল।
এর কিছুক্ষণ পরেই আবারও ম্যাজিক দেখালেন ভিনিয়াস। এ ব্রাজিলিয়ান ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নেন ফরাসি স্ট্রাইকার রিয়াল মাদ্রিদ। এতেই মাদ্রিদের জয় নিশ্চিত হয়।
লিগে পাঁচ ম্যাচ খেলে ৪ জয় এবং ১ ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ১১। অপর দিকে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে আছে কাতালান ক্লাব বার্সেলোনা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]