পুরোনো ঠিকানায় ফিরে গোল করাকে নিয়মিত অভ্যাসে পরিণত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। রোনালদোর গোলের পরও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বদলি হিসেবে নামা জেসি লিনগার্ডের গোলে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রিমিয়ার লিগে বিপক্ষ দলের মাঠে গিয়ে না হারার রেকর্ডটা আরও বাড়িয়ে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। টানা ২৯ অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষের মাঠে হারেনি ওল্ড ট্রাফোর্ডের দলটি।
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে তাদের মাঠেই খেলতে নামে ম্যানইউ। শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। সাইস বেনরাহমার শট যেতে পারতো গোলরক্ষক বরাবর, তবে রাফায়েল ভারানের পায়ে লেগে বল দিকভ্রষ্ট হলে তা আর ঠেকানোর সুযোগ ছিল না। তাই তো চেয়ে চেয়ে দেখেছেন রেড ডেভিল গোলরক্ষক ডেভিড ডি গিয়া।
স্বাগতিক এ লিড বেশিক্ষণ টিকে থাকেনি। মিনিট পাঁচেক পরেই ব্রুনো ফার্নান্দেসের ক্রস দারুণ ফ্লিক করেন রোনালদো। তবে ওয়েস্ট হ্যাম গোলরক্ষক বল ঠেকালে, ফিরতি শট দলকে সমতায় ফেরান রোনালদো।
বিরতির আগে এবং পরে আরও দুইটি সুযোগ পান রোনালদো। তবে ওয়েস্ট হ্যাম গোলরক্ষকের দৃঢ়তায় আর দলকে এগিয়ে নিতে পারেননি সিআর সেভেন।
ম্যাচের ৭৫তম মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে রোনালদো পড়ে গেলে পেনাল্টির জোরালো আবেদন করে ইউনাইটেডের খেলোয়াড়রা। তবে সে আবেদনে সাড়া না দিয়ে খেলা চালিয়ে যান রেফারি।
ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে জয়ের নায়ক বনে যান আগের ম্যাচের খলনায়ক জেসি লিনগার্ড। এদিন ডি বক্সে বল পেয়েছে দুই খেলোয়াড়ের পায়ের মাঝখান দিয়ে জোরালো শট নেন লিনগার্ড। পল পগবার বদলি হিসেবে নেমেই গোল করেন তিনি।
এতেই ম্যাচের নাটকীয়তা শেষ হয়নি। ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে লুক শ’র হাতে বল লাগলে পেনাল্টি পায় ওয়েস্ট হ্যাম। তবে, পেনাল্টি থামিয়ে রেড ডেভিলদের জয়ে অবদান রাখেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া।
পাঁচ ম্যাচের চার জয় এবং এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে লিভারপুল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]