বরখাস্ত হওয়ার দ্বারপ্রান্তে বার্সা কোচ কোম্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২১
বরখাস্ত হওয়ার দ্বারপ্রান্তে বার্সা কোচ কোম্যান

ইতিমধ্যে মেসিকে হারিয়ে নিজেদেরকেই হারিয়ে খুঁজছে বার্সেলোনা। লিগের পর চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেও হারের মুখ দেখেছে বার্সেলোনা। এরপরেই বার্সেলোনার কোচের দায়িত্বে থাকা রোনাল্ড কোম্যানের ভবিষ্যত নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে আর এক ম্যাচ সুযোগ পাচ্ছেন কোম্যান।

লিওনেল মেসির চলে যাওয়ার পর থেকেই যেন হারের বৃত্তে বন্দি হয়েছে বার্সেলোনা। লা লিগায় চতুর্থ রাউন্ডের ম্যাচে গ্রানাডার মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। এ ম্যাচের পরই কোম্যানের ভাগ্য নির্ধারিত হবে।

স্প্যানিশ গণমাধ্যম দাবি করছে, বার্সেলোনা ক্লাব পরিচালনা পরিষদ কোচ কোম্যানকে বরখাস্ত করার জন্য বার্সা সভাপতি হুয়ান লাপোর্তের উপর চাপ সৃষ্টি করেছেন।

চ্যাম্পিয়নস লিগের ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে হারের পর অধিনায়ক জেরার্ড পিকে বলেছিলেন, ‘যা হওয়ার ছিল তাই হয়েছে। আমাদের দল এরকমই।’

বার্সেলোনার এমন অবস্থায় সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন সভাপতি লাপোর্তে। তিনি বলেন, ‘আমিও আপনাদের মতো হতাশ। তবে এখন কোম্যানকে বরখাস্ত করলে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবো।’

চলতি ২০২১-২২ মৌসুম শেষেই কোম্যানের সাথে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগে কোম্যানকে বরখাস্ত করলে ১০ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হবে কাতালান ক্লাবটিকে। এর মধ্যে বার্সেলোনার প্রকাশিত বার্ষিক রিপোর্টে বলা হয়েছে সর্বশেষ ২০২০-২১ মৌসুমের তাদের ক্ষতির পরিমান ৪৮১ মিলিয়ন ইউরো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হাঁটুর চোটে জর্জরিত বার্সেলোনা

হাঁটুর চোটে জর্জরিত বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগে ছেলের প্রথম গোলের পরই বাবার মৃত্যু

চ্যাম্পিয়নস লিগে ছেলের প্রথম গোলের পরই বাবার মৃত্যু

ইনজুরির মিছিলে বার্সেলোনার পেদ্রি-আলবা

ইনজুরির মিছিলে বার্সেলোনার পেদ্রি-আলবা

আবারও আইসিইউতে পেলে

আবারও আইসিইউতে পেলে