দুর্দান্ত সময় পার করছে ম্যানচেস্টার সিটি। এভারটনকে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আরও কাছে চলে গেছে পেপ গার্দিওলার দল। পরের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে হোসে মরিনহোর দলের।
গুডিসন পার্কে শনিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই সিটিকে এগিয়ে দেন সানে। ডেভিড সিলভার পাস থেকে ভলিতে বল জালে জড়িয়ে দেন জার্মান মিডফিল্ডার। ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। এরপর ৩৭ মিনিটে সিলভার বাড়ানো বল থেকে সহজেই গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড স্টার্লিং। বিরতির পর ৬৩ মিনিটে বোলাসিয়ের গোল শুধু এভারটনের পরাজয়ের ব্যবধানই কমাতে পারে।
এই জয়ের মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট এখন ৮৪। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৮। অর্থাৎ, পয়েন্টের ব্যবধান দাঁড়াল ১৬। আগামী শনিবার ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। ঘরের মাঠে ‘ম্যানচেস্টার ডার্বি’ জিতলেই শিরোপা নিশ্চিত করে ফেলবে হোসে মরিনহোর দল।