চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোল পাওয়ার দিনে দলও পেয়েছিল বড় জয়। তবে আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি ম্যানচেস্টার সিটির নাথান আকে। মাঠ ছাড়ার কিছুক্ষণ পরেই জানতে পারেন, মারা গিয়েছেন তার বাবা।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইতিহাদ স্টেডিয়ামে লাইপজিগ্র বিপক্ষে ৬-৩ গোলের ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার সিটি। দলের হয়ে ম্যাচের ১৬তম মিনিটে প্রথম গোল করেন নাথান আকে।
২৬ বছর নাথান আকে ম্যাচের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দলের এবং নিজের প্রথম গোলের কয়েক মিনিট পরেই তার বাবা মারা যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আকে লিখেন, ‘আমি জানি, আপনি সবসময় আমার সাথে আছেন। আমার হৃদয়ে থাকবেন। এ গোলটি আপনার জন্য ছিল বাবা।’
কয়েক সপ্তাহ থেকেই বেশ অসুস্থ ছিলেন নাথান আকের বাবা। এ সময় পরিবার, বন্ধু এবং হবু স্ত্রীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তিনি। এছাড়াও বাবার মৃত্যুর সময় তার মা এবং ভাই পাশে ছিল বলেও জানান তিনি।
চেলসিতে নিজের পেশাদার ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন নাথান আকে। সর্বশেষ ২০২০-২১ মৌসুমে বোর্নমাউথ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন নাথান আকে। এখন পর্যন্ত সিটিজেনদের জার্সিতে ১৬ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এছাড়া নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ২২ ম্যাচও খেলেছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]