অর্থনৈতিক সংকটের কারণে স্কোয়াড ছোট করতে বাধ্য হয়েছে বার্সেলোনা। এমনিতেই স্কোয়াডে কম খেলোয়াড় নিয়ে পুরো মৌসুম কাটাতে হবে। এরই মধ্যে যুক্ত হয়েছে ইনজুরি সমস্যা। ইনজুরির কারণে এবার মাঠ থেকে ছিটকে গিয়েছেন পেদ্রি এবং জর্দি আলবা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) চ্যাম্পিয়নস লিগে বায়ার্ণ মিউনিখের বিপক্ষে ম্যাচের পুরো সময় মাঠে ছিলেন পেদ্রি। এ ম্যাচের পর কাতালানটি এক বিবৃতিতে পেদ্রি এবং জর্দি আলবার চোটের বিষয়টি নিশ্চিত করে। তবে কতদিন মাঠের বাইরে থাকতে তা এখনও জানানো হয়নি।
স্প্যানিশ সাংবাদিক হাভি মিগুয়েল জানিয়েছেন, প্রায় ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন পেদ্রি।
চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে মাঠে নামেন জর্দি আলবা। তবে ম্যাচের ৭৪তম মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ রোনাল্ড কোম্যান। মাঠে কখনই স্বচ্ছন্দ মনে হয়নি তাকে। পরে কোচ রোনাল্ড কোম্যান জানান, ম্যাচের আগের রাতে জ্বরে ভুগেছেন এ লেফট ব্যাক। তবে খেলোয়াড় সংকটে তাকে মাঠে নামাতে বাধ্য হন কোচ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়, ৩২ বছর বয়সী আলবার ডান ঊরুতে চোট ধরা পড়েছে।
সর্বশেষ ২০২০-২১ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলা পেদ্রির বিশ্রাম নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই ইনজুরির শিকার হলেন এ স্প্যানিশ।
বার্সেলোনার ইনজুরি তালিকায় আরও ওসমান ডেম্বেলে সার্জিনো ডেস্ত, আনসু ফাতি, সার্জিও আগুয়েরো এবং মার্টিন ব্রাথওয়েট।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) লা লিগায় গ্রানাডার মুখোমুখি হবে বার্সেলোনা। লিগে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সাতে আছেন রোনাল্ড কোম্যানের দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]