চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের জন্য লিগের বাকি ম্যাচগুলো শুধু আনুষ্ঠানিকতা হলেও খেলোয়াড়দের জন্য তা নয়। ব্যক্তিগত অর্জনে ম্যাচগুলো দারুণ গুরুত্বপূর্ণ। তেমনি এক ম্যাচে সাফ চ্যাম্পিয়নশীপে জাতীয় দলের তালিকায় থাকা নাইজেরিয়ায় জন্ম নেওয়া বাংলাদেশি স্ট্রাইকার এলিটা কিংসলে পায়ের দারুণ কারিশমা দেখালেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি।
টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২১ এর দ্বিতীয় পর্বের বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল অনুষ্ঠিত এ ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোল পরাজিত করেছে বসুন্ধরা কিংস।
দীর্ঘ বিরতি দিয়ে মাঠে ফিরলেও বসুন্ধরা কিংসের জয়রথ থামেনি। এএফসি কাপ এবং জাতীয় দলের ব্যস্ততার পর প্রিমিয়ার লিগে নিজেদের ২০তম জয় তুলে নিয়েছে তারা। যেখানে জোড়া গোল করে নিজের জানান দিয়েছেন স্ট্রাইকার এলিটা কিংসলে। ম্যাচের বাকি গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়াড রবসন রবিনহো।
জোড়া গোল করে এলিটা কিংসে নিজের সম্পর্কে যেমন জানান দিয়েছেন, তেমনি একটি গোল করেই লিগে নিজের ২০তম গোল পূর্ণ করেছেন রবসন রবিনহো। একই সসঙ্গে শেখ জামালের পা ওমর জবে-কে টপকে এবারের লিগের শীর্ষ গোলদাতা বনেও চলে গেছেন তিনি।
এছাড়া লিগে চ্যাম্পিয়ন হওয়ায় বাকি খেলোয়াড়দের ভালো বাজিয়ে দেখছে বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এ ম্যাচে প্রথমবারের মতো কিংসের জার্সিতে মাঠে নেমেছিলেন কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাব। দেশের প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচে ভালোই ফুটবলশৈলী প্রদর্শন করেছেন তিনি।
অন্যদিকে, বিদেশি ফুটবলারদের রেখে সম্পূর্ণ দেশি খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। তবে কাদা-পানিতে একাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভারী আউটফিল্ডে এলোমেলো ফুটবল খেলেছে তারা। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য রাখতে পারলেও ৫৪ ও ৬৩ মিনিটে এলিটা কিংসের জোড়া গোল এবং শেষ দিকে ৮০তম মিনিটে রোবসনের বাকি গোলে বড় ব্যবধানেই পরাজয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ।
এদিকে, এ জয়ে নিজেদের ২২ ম্যাচে ২০তম জয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো বসুন্ধরা কিংস। আর ২৪ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করলো সাইফ স্পোর্টিং ক্লাব।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]