দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার এ প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছে উত্তর আমেরিকা অঞ্চলের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ। তারা জানিয়েছে, দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজিত হলে সারাবিশ্বে ফুটবল আরও ছড়িয়ে পড়বে।
কনকাকাফ তাদের এক বিবৃতিতে জানিয়েছে, এটা আন্তর্জাতিক ফুটবলের জন্য সময় খুঁজে বের করতে কঠিন হবে। তবে এতে প্রীতি ম্যাচের থেকে প্রতিদ্বন্দ্বীতামূলক ফুটবল ম্যাচের সংখ্যা বাড়বে।
ফিফা আনুষ্ঠানিকভাবে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব করলেও এ বিষয়ে সাম্প্রতিক সময়ে কোনো সিদ্ধান্ত আসবে না। নারী এবং পুরুষ উভয় বিভাগেই দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ফিফা। তবে এর জন্য সম্ভাব্যতা যাচাই করার অনুমতি দিয়েছে ফিফা কংগ্রেস।
চূড়ান্ত সিদ্ধান্তের সময় ফিফার পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কনকাকাফ। তবে তারা বিবৃতিতে আরও জানিয়েছ, এ বিষয়ে তারা তাদের স্টকহোল্ডারদের সাথে এ বিষয়ে আরও বিশদ আলোচনা করবে।
কনকাকাফ বলেছে, ‘ফিফা দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্যতা যাচাই করছে। সবাই এর বিরোধীতা করলেও আমরা এটাকে সমর্থন করি। তবে কনকাকাফ তার সদস্য দেশগুলোর সাথেও এ বিষয়ে বিশদ আলোচনা করবে।’
তারা আরও জানিয়েছে, ‘শুধু কনকাকাফ সদস্যভুক্ত দেশগুলো নয়, আমরা সবাইকেই ফিফার এ সিদ্ধান্তে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। এতে করে সামগ্রিকভাবে পুরো ফুটবল বিশ্বই লাভবান হবে।’
কিছুদিন আগে দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ফিফার এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল। তারা জানিয়েছিল, এটা ফুটবলের জন্য ক্ষতিকারক হয়ে উঠবে।
প্রায় একই সময়ে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ফিফার এ সিদ্ধান্তকে প্রত্যাখান করেছে। উয়েফা সভাপতি আলেকসান্দ্রো সেফেরিন জানিয়েছিল, ফিফা এ সিদ্ধান্ত নিলে ইউরোপিয়ান দেশগুলো বিশ্বকাপ বয়কট করতে বাধ্য হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]