গুরুত্বপূর্ণ দুই ফুটবলারকে ছাড়াই ইউরোপ সেরার মুকুট ধরে রাখার মিশনে মাঠে নামছে চেলসি। গোড়ালির ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন এনগালো কান্তে এবং ক্রিস্টিয়ান পুলিসিচ। মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও ফিরতে পারছেন না এনগালো কান্তে।
বেশ কিছুদিন ধরেই গোড়ালির চোটে ভুগছেন চেলসি মিডফিল্ডার এনগালো কান্তে। চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে অবশ্য তার সেরে ওঠার ব্যাপারে আশাবাদী ছিলেন কোচ টমাস টুখেল। তবে সে আশা পূর্ণ হয়নি। নির্দিষ্ট সময়ের আগে সেরে ওঠতে পারেননি ক্রিস্টিয়ান পুলিসিচও। ফলে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে দুইজনকেই পাচ্ছেন না কোচ টুখেল।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কান্তে এবং পুলিসিচের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন টুখেল। তিনি বলেন, ‘এনগালো (কান্তে) গতকাল দুইটি অনুশীলন সেশনে অংশ নিয়েছিল। আজও অনুশীলন করেছে। তবে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামাটা তার জন্য দ্রুত হয়ে যায়।’
মৌসুমের শুরুতে কান্তেকে নিয়ে একদমই ঝুঁকি নিতে আগ্রহী নন টমাস টুখেল। সুস্থ হলে তবেই কান্তে এবং পুলিসিচকে মাঠে ফেরাতে চান কোচ। কান্তের বিষয়ে কোচ বলেন, ‘মৌসুমের এ মুহূর্তে আমরা ওকে নিয়ে ঝুঁকি নিব না। আগামীকাল তাকে অনুশীলনে আরেকবার ঝালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তত হতে শুক্রবার আমাদের সাথে অনুশীলন করবে।’
পুলিসিচের বিষয়ে কোচ বলেন, সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন ২২ বছর ফুটবলার। তবে কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখনও কিছু জানানো হয়নি।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জেনিথ সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপ সেরার মুকুট ধরে রাখার মিশনে নামবে চেলসি। বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি শুরু হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]