এলিটা কিংসলে, নাইজেরিয়ায় জন্ম নেওয়া এ স্ট্রাইকার বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন আরও কয়েক মাস আগে। তবে জাতীয় দলের লাল-সবুজের জার্সি গায়ে দেওয়া হয়ে ওঠেনি তার। এবার সেই পথেই এগিয়ে গেলেন এ স্ট্রাইকার। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক তালিকায় কিংসলেকে রাখা হয়েছে।
নাগরিকত্ব পেলেও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য এখনো ফিফার ছাড়পত্র পাননি এলিটা কিংসলে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আশা করছে, আগামী সপ্তাহের মধ্যে এলিটা কিংসলের ছাড়পত্র পেয়ে যাবে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সংবাদ মাধ্যমে জানিেছেন, সাফের জন্য ৩৫ জনের তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকায় কিংসলের নামও রয়েছে।
এর আগে এএফসি কাপে এলিটা কিংসলে মালদ্বীপে নিয়ে গিয়েছিল বসুন্ধরা কিংস। তবে ছাড়পত্র জটিলতায় তাকে মাঠে নামাতে পারেনি কিংসলে। এলিটা কিংসলের এখনো সেই ঝামেলা রয়ে গেছে।
ফিফার ছাড়পত্র না পেলেও কিংসলেকে স্কোয়াডে রাখার বিষয়ে আবু নাইম বলেন, আমরা এলিটার নাম জমা দিয়ে রেখেছি, কারণ, ফিফার ছাড়পত্র পেলে এবং প্রয়োজন হলে যেন তাকে নিতে পারি। আশা করছি, এ সপ্তাহের মধ্যেই ছাড়পত্র পেয়ে যাব।
চলতি বছরের মার্চে বাংলাদেশের নাগরিকত্ব পেয়ছেন এলিটা কিংসলে। এরপর প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে স্থানীয় ফুটবলার হিসেবে তাকে দলে ভেড়ায় বসুন্ধরা। ক্লাবটির হয়ে এরই মধ্যে ৩টি ম্যাচ খেলেছেন এ স্ট্রাইকার।
কিংসলের বিষয়ে কোচ জেমি ডেরও বিশেষ নজর রয়েছে। তবে তার আগে নিজেকে প্রমাণের কথা জানিয়েছিলেন কোচ, সেটিও প্রমাণও দিয়েছেন কিংসলে। এবার ফিফার ছাড়পত্র পেলেই হয়তো জাতীয় দলের দরজা খোলা হয়ে যাবে এলিটা কিংসলের। জামাল ভূঁইয়াদের স্ট্রাইকারের যে অভাব রয়েছে হয়তো সেটিও পূরণ হবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]