কিরগিজস্তানে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট শেষে খালি হাতে দেশে ফিরলো বাংলাদেশ দল। শুক্রবার দিনগত রাতে ঢাকায় পা রাখে জাতীয় ফুটবল দল। ঢাকায় পৌঁছে খেলোয়াড়রা তাদের নিজ নিজ ক্লাবে যোগদান করেছেন।
তিন জাতি টুর্নামেন্টে সবগুলো ম্যাচ হেরেছে বাংলাদেশ। ফিলিস্তিনের কাছে ২-০ গোলে, দ্বিতীয় ম্যাচে কিরগিজিস্তানের কাছে ৪-১ গোলে এবং স্বাগতিকদের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রীতি ম্যাচেও ৩-২ গোলে হারের স্বাদ নিয়েছেন জামাল ভূঁইয়ারা।
দেশে ফিরে গোলকিপার মিতুল মার্মা বলেন, ‘আমাদের পৌঁছানোর সময় ছিল বিকেলে। তবে ফ্লাইট ঢিলে হওয়ার কারণে আমরা রাতে পৌঁছেছি।’
অক্টোবরের প্রথম দিন থেকে মালদ্বীপে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে কিরগিজস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ।
মিতুল মার্মা আরও বলেন, ‘আমরা সাফ-এ ভালো কিছু করার জন্য প্রস্তুতি হিসেবে এ টুর্নামেন্ট নিয়েছিলাম। এটা আমার প্রথম আন্তর্জাতিক সফর। যা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা চেষ্টা করেছি সকলের জায়গা থেকে ভালো কিছু করার।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের তিনটি ম্যাচ বাকি আছে। ম্যাচ তিনটি শেষ হলেই ২০ সেপ্টেম্বর থেকে জেমি ডে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করবেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]