রাশিয়ার চা নিয়ে তীব্র বিতর্ক বিশ্বকাপে। রাশিয়ার ফুটবলারদের বলা হচ্ছে, ‘রাশিয়ান এক্সোটিক টি’ না খেতে। খেলেই ডোপ টেস্টে ধরা পড়ার সম্ভাবনা। এমনকি বিদেশে তৈরি কোনো ওষুধ, ভিটামিন ট্যাবলেট কিংবা ক্যপসুল না খাওয়ারও পরামর্শ দিচ্ছে রুশ ফুটবল ইউনিয়ন।
সিরিজ টুইট বার্তায় সংস্থাটি লাতিন আমেরিকার মাংস নিয়েও ফুটবলারদের সতর্ক করেছে। অলিম্পিকে ডোপিংয়ে জড়িয়ে রুশ অ্যাথলেটদের করুণ পরিণতির কথা চিন্তা করেই এই সতর্কতা বলে ধারণা অনেকের।
‘আমরা গর্বিত যে রাশিয়ান ফুটবল খেলোয়াড়রা গত চার বছরে ডোপ টেস্টে একবারও ধরা পড়েনি। সম্পূর্ণভাবে পরিষ্কার থাকতে এটা খুব গুরুত্বপূর্ণ।’টুইটে বলে আরএফইউ।
তবে বিভিন্ন প্রতারণা থেকে ফুটবলারদের বাঁচাতে টুইটারে কেন নিয়ম বাতলাচ্ছে আরএফইউ সেটা পরিষ্কার না।