ব্রাজিলে মেসিদের সাথে থাকা স্টাফ করোনা আক্রান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫১ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২১
ব্রাজিলে মেসিদের সাথে থাকা স্টাফ করোনা আক্রান্ত

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ব্রাজিলে গিয়ে বেশ ঝামেলায় পড়েছিল। সে সমস্যা সমাধান হওয়ার আগেই আরেক বিপত্তি বাজিয়েছি আর্জেন্টিনা দল। এবার আলবিসেলেস্তাদের শিবিরে হানা দিয়েছে করোনা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আর্জেন্টিনা দলের এক টিম স্টাফ। দলের অনুশীলন ক্যাম্প থেকে এ তথ্য নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

তবে টিম স্টাফের মধ্যে কে করোনা আক্রান্ত হয়েছে তা প্রকাশ করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছেন যিনি করোনা আক্রান্ত হয়েছেন তিনি আর্জেন্টিনা দলে রাঁধুনি।

করোনায় আক্রান্ত হওয়া ব্যক্তি আর্জেন্টিনা দলের সাথে ভেনেজুয়েলা এবং ব্রাজিল সফরেও ছিলেন বলে জানানো হয়েছে। তবে কিভাবে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বা তার সংস্পর্শে কেউ এসেছেন কিনা সে সম্পর্কেও সঠিক কোনো তথ্য জানানো হয়নি।

আর্জেন্টিনা দলের ফুটবলারদের সবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এ কারণে শুক্রবার (১০ সেপ্টেম্বর) বলিভিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির স্কোয়াড নামাবেন আর্জেন্টিনা বস লিওনেল স্ক্যালোনি।

আলবিসেলেস্তা শিবিরে করোনা হানা দেওয়ায় ক্যাম্পজুড়ে বাড়তি নিরাপত্তা নিয়েছে আর্জেন্টিনা। যাতে অন্য কেউ করোনায় আক্রান্ত হননি। করোনায় আক্রান্ত হওয়া সে স্টাফকে আইসোলেশনে রাখা হয়েছে।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে। ব্রাজিলের বিপক্ষে স্থগিত হওয়া ম্যাচের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে গড়াবে ইউরোপিয়ান সুপার লিগ : লাপোর্তে

মাঠে গড়াবে ইউরোপিয়ান সুপার লিগ : লাপোর্তে

এখন পর্যন্ত মেসির সাথে কথা বলেননি লাপোর্তে

এখন পর্যন্ত মেসির সাথে কথা বলেননি লাপোর্তে

আর্জেন্টিনার দুই ফুটবলারকে জরিমানা

আর্জেন্টিনার দুই ফুটবলারকে জরিমানা

চ্যাম্পিয়ন্স লিগে বিদেশি সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি

চ্যাম্পিয়ন্স লিগে বিদেশি সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি