এক প্রজন্মে রোনালদো আসে একবারই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ পিএম, ৩১ মার্চ ২০১৮
এক প্রজন্মে রোনালদো আসে একবারই

প্যারিস সেন্ত জার্মেই থেকে রিয়াল মাদ্রিদে নেইমারের যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ব্রাজিলিয়ান তারকা সত্যিই মাদ্রিদে গেলে দলে নিশ্চিতভাবে পার্থক্য তৈরি করবেন। কিন্তু তিনি কেন, সান্তিয়াগো বার্নাব্যুতে ক্রিস্তিয়ানো রোনালদোর জায়গা নিতে পারবে না আর কেউ- এমনই মনে করেন প্রেদ্রাগ মিয়াতোভিচ।

১৯৯৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে রিয়ালকে জেতানো গোল করা সাবেক স্ট্রাইকারের মতে, রোনালদোর মতো প্রতিভাবানকে আর কাউকে খুঁজে পাবে না মাদ্রিদের এই ক্লাব। এক প্রজন্মে তার মতো খেলোয়াড় আসে একবারই।

নেইমারের বিশাল ভক্ত মিয়াতোভিচ মার্কাকে বলেছেন, ‘আমি নেইমারকে ভালোবাসি। একজন খেলোয়াড় হিসেবে আমি তাকে অনেক পছন্দ করি। সে পার্থক্য তৈরি করতে পারে। আগামী কয়েক বছরে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সে এবং ব্যালন ডি’অর ও গোল্ডেন বুটের জন্য লড়বে। কিন্তু রোনালদোর অর্জনকে পেছনে ফেলা যে কারও জন্য কঠিন।’

রিয়ালের সর্বকালের শীর্ষ গোলদাতা রোনালদো এই মৌসুমে তার শেষ ১১ ম্যাচে গোল করেছেন ২১টি। দুর্দান্ত পারফরম্যান্সে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন তিনি। রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ যুগোস্লাভিয়ার তিনবারের বর্ষসেরা খেলোয়াড় মিয়াতোভিচ, ‘মাদ্রিদে আসার পর থেকে আজ পর্যন্ত সব প্রত্যাশা সে পূরণ করেছে। সে সব রেকর্ড ভেঙেছে এবং গত এক দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ব্যক্তিগত পুরস্কারের সঙ্গে দলের জন্য ট্রফি জিতেছে।’

ভবিষ্যতে রোনালদোর মতো আর কাউকে দেখা যাবে না বিশ্বাস করেন ৪৯ বছর বয়সী সাবেক স্ট্রাইকার, ‘আমি আশা করি রোনালদো আরও অনেক বছর থাকবে। কারণ ভবিষ্যতে আরেকজন ক্রিস্তিয়ানো রোনালদোকে খুঁজে পাবেন না। ভিন্ন ধরনের খেলোয়াড় হয়তো পাওয়া যাবে। তার মতো খেলোয়াড় ৫০ বছরে একবার আসে। প্রথমে এমনটা ছিলেন আলফ্রেদো দি স্তেফানো। গত কয়েক বছর ধরে এই ক্লাবে খেলা অন্যদের প্রতি সম্মান রেখে বলছি, এখন সেই জায়গায় আছেন রোনালদো।’



শেয়ার করুন :


আরও পড়ুন

জার্মানিকে হারিয়ে ব্রাজিলের মধুর প্রতিশোধ

জার্মানিকে হারিয়ে ব্রাজিলের মধুর প্রতিশোধ

আজ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

আজ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

সিলভার গোলে ম্যানসিটির জয়

সিলভার গোলে ম্যানসিটির জয়

নেইমারের দুই শর্ত

নেইমারের দুই শর্ত