চোটের কারণে ইংল্যান্ড দলকে ছিটকে গেলেন জর্ডান সানচো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৮ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২১
চোটের কারণে ইংল্যান্ড দলকে ছিটকে গেলেন জর্ডান সানচো

বিশ্বকাপ বাছাইপর্বে অ্যান্ডোরা ও পোল্যান্ডের বিপক্ষে ম্যাচেও থাকছেন না ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার জর্ডান সানচো। উরুর চোটের কারণে জাতীয় দলে ডাক পেয়েও মাঠে নামতে পারেননি তিনি। তার বদলি হিসেবে ইংল্যান্ড দলে কাউকে ডাকেননি কোচ গ্যারেথ সাউথগেট।

অনুশীলনে চোট পাওয়ায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হাঙ্গেরির বিপক্ষে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ছিলেন না ২১ বছর বয়সী এ ফুটবলার। শনিবার (৪ সেপ্টেম্বর) সানচোর দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড ফুটবল দল।

চলতি বছরের ১১ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডকে আতিথ্য দিবে রেড ডেভিলরা। সে ম্যাচের আগেই ইনজুরি মুক্ত হয়ে মাঠে ফিরবেন বলে আশাবাদী ক্লাব।

সর্বশেষ গ্রীষ্মকালীন দল-বদলে সাত কোটি ৩০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমান সানচো। প্রিমিয়ার লিগে ইউনাইটেডের প্রথম তিন ম্যাচেই মাঠে নেমেছিলেন তিনি।

প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ম্যাচে উরুর চোটে পড়েছেন ডমিনিক ক্যালভার্ট লুইন। এ কারণে চলতি আন্তর্জাতিক উইন্ডোতে তাকে মাঠে দেখা যাবে না।

বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচেই জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। শতভাগ জয়ের ধারা অব্যাহত রাখতে রোববার (৫ সেপ্টেম্বর) ঘরের মাঠে অ্যান্ডোরার বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। তিনদিন পর থ্রি লায়ন্সদের প্রতিপক্ষ পোল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

এবার ইউক্রেনের মাঠে হোঁচট খেল ফ্রান্স

এবার ইউক্রেনের মাঠে হোঁচট খেল ফ্রান্স

ইংল্যান্ড ফুটবলারদের নিয়ে বর্ণবাদী আচরণ, তদন্ত করবে ফিফা

ইংল্যান্ড ফুটবলারদের নিয়ে বর্ণবাদী আচরণ, তদন্ত করবে ফিফা

বার্সা ছেড়ে বেসিকতাসে যোগ দিলেন পিয়ানিচ

বার্সা ছেড়ে বেসিকতাসে যোগ দিলেন পিয়ানিচ

ফুটবলকে বিদায় বললেন মানজুকিচ

ফুটবলকে বিদায় বললেন মানজুকিচ