বার্সেলোনার থেকে এক বছরের জন্য ধারে বেসিকতাসে যোগ দিয়েছেন মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ। বেসিকতাসে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।
শুক্রবার (৩ আগস্ট) মিরালেম পিয়ানিচের তুর্কিশ দল বেসিকতাসে যোগ দেওয়ার বিষয়টি জানিয়েছে বার্সেলোনা। চলতি বছরের ৩১ আগস্ট স্পেনে গ্রীষ্মকালীন দলবদল শেষ হলেও তুরস্কে এখনও দলবদল চলছে। চুক্তি অনুযায়ী এক বছর বেসিকতাসে খেলার পর আবারও কাতালান ক্লাবে ফিরবেন পিয়ানিচ।
সর্বশেষ ২০২০-২১ মৌসুমে জুভেন্টাস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন পিয়ানিচ। বার্সেলোনায় অনেক আশা নিয়ে আসলেও মাত্র ৩০ ম্যাচের মাঠে নামতে পেরেছিলেন। এরমধ্যে মাত্র ১৩ ম্যাচের শুরুর একাদশে ছিলেন তিনি। মাত্র পাঁচ বার পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন পিয়ানিচ।
পিয়ানিচকে দলে ভেড়ালেও তাকে নিজের কোনো পরিকল্পনায় রাখেননি কোচ রোনাল্ড কোম্যান। তাই তো বার্সেলোনাতে বেশিরভাগ সময় সাইড বেঞ্চে কাটিয়েছেন তিনি।
স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী পুরো দলবদল মৌসুমে পিয়ানিচকে বিক্রির চেষ্টা করেছিল বার্সেলোনা। বিক্রি করতে না পেরে শেষে ধারে বেসিকতাসে পাঠিয়েছে কাতালান ক্লাবটি।
চলতি ২০২১-২২ মৌসুমের বার্সেলোনার খেলা তিন ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচে স্কোয়াডে ছিলেন পিয়ানিচ। তবে স্কোয়াডে থাকলেও মূল একাদশ কিংবা বদলি কোনোভাবেই মাঠে নামার সুযোগ পাননি তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]