এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় পর্তুগাল দল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছেড়ে দেওয়া হয়েছে। নিজেদের পরের দুই ম্যাচে থাকবেন না এ তারকা ফরওয়ার্ড। এতে বেশ ‘খুশি’ই হয়েছে রোনালদোর নতুন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
বুধবার (১ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডে বিপক্ষে রোনালদোর জোড়া গোলে নিজেদের জয় নিশ্চিত করে পর্তুগাল। দ্বিতীয় গোল করার পর জার্সি খুলে উদযাপন করেন সিআর সেভেন। এ কারণে রেফারি তাকে হলুদ কার্ড দেখান।
বিশ্বকাপ বাছাই পর্বে এটি রোনালদোর দ্বিতীয় হলুদ কার্ড। এ কারণে আজারবাইজানের হয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারবেন না রোনালদো।
আজারবাইজানের বিপক্ষে ম্যাচের পরে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। গুরুত্বহীন এ ম্যাচে খেলানোর জন্য রোনালদোকে দলে রাখেনি পর্তুগাল।
এক ম্যাচের নিষেধাজ্ঞা বেশ খুশিই হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ধারণা করা হচ্ছে এখন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিবেন। কিছুদিন আগে জুভেন্টাস থেকে ম্যানইউতে যোগ দেওয়ার পর সতীর্থদের সাথে এখনও অনুশীলন করেননি রোনালদো।
ইংল্যান্ডে এসে পাঁচদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ করে দলের সাথে রেড ডেভিলদের অনুশীলনে যোগ দিবেন। চলতি বছরের ১১ সেপ্টেম্বর ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডকে আতিথ্য দিবে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচ দিয়েই আবারও রেড ডেভিলদের হয়ে প্রত্যাবর্তন করবেন রোনালদো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]