করোনায় পজিটিভ হয়েছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানের ফরাসি ফরওয়ার্ড অলিভার জিরুড। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্লাবটি।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জিরুডের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছে এসি মিলান। তবে কবে করোনা আক্রান্ত হয়েছেন তা জানায়নি ক্লাবটি।
বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, সিরি-এ সর্বশেষ কাইয়ারির বিপক্ষে ম্যাচের পর দলের অন্য সদস্যের সংস্পর্শে আসেননি এ ফরওয়ার্ড। ক্লাবের অন্য কোনো সদস্যকে আলাদাভাবে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না।
চলতি বছরে অনুষ্ঠিত হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফ্রান্স দলে জায়গা পেয়েছিলেন জিরুড। তবে বিশ্বকাপ বাছাই পর্বের দলে জায়গা পাননি বিশ্বকাপজয়ী এ ফরওয়ার্ড।
বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ফ্রান্স। শনিবার (৪ সেপ্টেম্বর) ইউক্রেনের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে ফ্রান্স।
চলতি দলবদল মৌসুমে চেলসি থেকে এসি মিলানে যোগ দেন। এসি মিলানে যোগ দিয়েই নিজেকে প্রমাণ করেন তিনি। রোববার (২৯ সেপ্টেম্বর) কাইয়ারির বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও বিশ্বকাপ বাছাইপর্বের দলে জায়গা হয়নি তার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]