দলকে ‘উৎসাহ’ দিতে কিরগিজস্তানে বাফুফে সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২১
দলকে ‘উৎসাহ’ দিতে কিরগিজস্তানে বাফুফে সভাপতি

ছবি : বাফুফে

তিন জাতির ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে কিরগিজস্তান গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে কিরগিজ রিপাবলিকে গিয়ে পৌঁছেছেন তিনি। বাংলাদেশ ফুটবল দলের প্রথম ম্যাচ রোববার (৫ সেপ্টেম্বর)।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক বার্তায় সভাপতি কাজী মো. সালাউদ্দিনের কিরগিজস্তানের তথ্য জানানো হয়। বলা হয়, সভাপতি কাজী মো. সালাহ উদ্দীন ছাড়াও ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফের কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগও কিরগিজস্তান গেছেন।

এদিকে, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল দলের কোন অনুশীলন ছিল না। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্র্যাকটিস সেশন সম্পন্ন করবে বাংলাদেশ দল। এছাড়া বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জিম সেশন সম্পন্ন করবেন জামাল ভূইয়ারা।
sportsmail24
বাফুফের বার্তায় দলের সঙ্গে থাকা ডিফেন্ডার রাইদুল ইসলাম রাফি বলেছেন, ‘আমরা প্রথম যেদিন আসছিলাম সেদিন অনুশীলন করার সুযোগ হয়নি। পরদিন থেকে শুরু হয় প্রস্তুতি। আজকে (বৃহস্পতিবার) আমাদের রেস্ট ডে ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা সামনের দুদিন অনুশীলন করবো, ৫ তারিখের (রোববার) ম্যাচকে কেন্দ্র করে। এছাড়া আজ কিরগিজ জাতীয় ফুটবল দল ও প্যালেস্টাইন জাতীয় ফুটবল দলের মধ্যকার ম্যাচ রয়েছে, আমরা তা দেখতে যাব৷ আমরা প্যালেস্টাইনের খেলা পর্যবেক্ষণ করবো এবং তা নিয়ে সামনের দু’দিন কাজ করবো।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশি জিদান মিয়া খেলবেন লা লিগা

বাংলাদেশি জিদান মিয়া খেলবেন লা লিগা

বিতর্কিত কর্মকাণ্ডে পাঁচ ক্লাবকে বাফুফের জরিমানা

বিতর্কিত কর্মকাণ্ডে পাঁচ ক্লাবকে বাফুফের জরিমানা

শেখ জামাল-ব্রাদার্সের ৩ ফুটবলার সাময়িক নিষিদ্ধ

শেখ জামাল-ব্রাদার্সের ৩ ফুটবলার সাময়িক নিষিদ্ধ

দুই প্রবাসী ফুটবলারকে দলে নিয়ে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

দুই প্রবাসী ফুটবলারকে দলে নিয়ে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা