আরও দুই ফুটবলারকে হারালো ব্রাজিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৪ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২১
আরও দুই ফুটবলারকে হারালো ব্রাজিল

বিশ্বাকাপ বাছাইপর্বের স্কোয়াড থেকে একের পর এক ফুটবলার হারাচ্ছে ব্রাজিল। প্রথমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ৯ ফুটবলারকে দলে পায়নি ব্রাজিল। এবার রাশিয়ান ক্লাব জেনিথের দুই ফুটবলারকেও ফিরে যেতে হচ্ছে। পূর্ণ শক্তির দল ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে নামবে ব্রাজিল।

বুধবার (১ সেপ্টেম্বর) বাধ্য হয়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে রাশিয়ার ফিরে এসেছেন ম্যালকম ও ক্লাউদিনহো। ফলে তাদেরকে ছাড়াই চিলি, আর্জেন্টিনা এবং পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অ্যালিসন বেকার, এডারসন, থিয়াগো সিলভাম ফাবিনহো, ফ্রেড, রাফিনহা, ফিরমিনহো, গ্যাব্রিয়েল জেসুস এবং রিচার্লিসনকে হারিয়েছে ব্রাজিল। মূলত কোয়ারেন্টাইন সমস্যার কারণে ফুটবলার ছাড়েনি ইংলিশ ক্লাবগুলো।

ইংলিশ ক্লাবগুলো কোয়ারেন্টাইনজনিত সমস্যা থাকলেও রাশিয়ান ক্লাব জেনিথের এ ধরনের কোনো সমস্যা ছিল না। বিশ্বকাপ বাছাই পর্ব শেষে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ খেলতে নামবে জেনিথ। মূলত এ কারনেই ফুটবলারদের ফিরিয়ে এনেছে ক্লাবটি।

চলতি বিশ্বকাপ বাছাইপর্বে ছয় ম্যাচে এখনও কোনো ম্যাচে হার কিংবা ড্র করেনি ব্রাজিল। সবগুলো ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একই সময়ে প্রতিপক্ষের জালে ১৬ বার বল পাঠিয়েছে সেলেসাওরা।

বিশ্বকাপ বাছাই পর্বের ৭ম ম্যাচে চিলির মুখোমুখি হবে। দুই দলের মোট ৭৩ বারের দেখায় ৫২ ম্যাচে জিতেছে ব্রাজিল এবং ড্র করেছে ১৩ টি। সবশেষ ২০১৫ চিলির কাছে হেরেছিল ব্রাজিল।

চিলির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
ওয়েভারটন, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, মার্কুইনহোস, এডের মিলিটাও, ক্যাসেমিরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও গ্যাব্রিয়েল বারবোসা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

অ্যাথলেটিকো মাদ্রিদে ফিরলেন গ্রিজম্যান

অ্যাথলেটিকো মাদ্রিদে ফিরলেন গ্রিজম্যান

আর্জেন্টিনার শেষ ম্যাচে থাকছেন না রোমেরো-মার্টিনেজ

আর্জেন্টিনার শেষ ম্যাচে থাকছেন না রোমেরো-মার্টিনেজ

সেরা ফর্মের ধারের কাছেও নেই মেসি : পচেত্তিনো

সেরা ফর্মের ধারের কাছেও নেই মেসি : পচেত্তিনো