নিজেদের সেরা ফরোয়ার্ডকে ছাড়াই ইতালি ও স্পেনের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ম্যানচেস্টারে ইতালির বিরুদ্ধে ২-০ গোলে জয় এলেও মঙ্গলবার স্পেনের কাছে ৬-১ হেরেছে সাম্পাওলির দল। এবার লা-লিগায় মেসির খেলতে পারা নিয়ে দোটানায় ভুগছে স্প্যানিস জায়ান্টরা।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আপাতত ফুটবলের বাইরে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। শনিবার লা-লিগায় সেভিয়ার বিরুদ্ধে অনেকটাই অনিশ্চিত মেসি। অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে ধরে সেভিয়া দূর্গ জয়ের ঘুঁটি সাজাতে পারছে না বার্সা কতৃপক্ষ। অন্যদিকে চোটের জন্য শনিবারের ম্যাচে থাকছে না বার্সার জার্মান গোলরক্ষক স্টের স্টেগানও।
মেসি ও স্টেগানের ফিটনেস পরীক্ষা করা হবে জানিয়ছেন বার্সা কোচ ভালভারদে। বুধবার সাংবাদিকদের তিনি জানান, ‘আমি ওদের শারীরিক অবস্থা সম্পর্কে বিশেষ কিছু জানি না। ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে মেসি খেলার জন্য প্রস্তুত কি না।’ এরপর যোগ করে বলেন বার্সা কোচ, ‘আমাদের হয়ে শেষ ম্যাচটা মেসি ভালোভাবেই শেষ করেছিল। আশা করছি ওর অসুস্থতা বড় কিছু ইসু্য নয়।’
বার্সেলোনার কোচ মেসির অসুস্থতার বিষয়টিকে যতই গুরুত্ব দিতে না চান, আসলে মেসি ছাড়া সেভিয়ার বিরুদ্ধে মাঠে নামতে হলে তা স্প্যানিশ জায়ান্টদের যে বেশ চাপেই রাখবে তা সহজেই বলা যায়। যদিও মেসি নিজেও চান সেভিয়ার বিপক্ষে খেলতে। তবে, শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না তা জানা যাবে শনিবার রাত পৌনে ১টায়।