সেরা ফর্মের ধারের কাছেও নেই মেসি : পচেত্তিনো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৮ এএম, ৩১ আগস্ট ২০২১
সেরা ফর্মের ধারের কাছেও নেই মেসি : পচেত্তিনো

হাজারো ফুটবলপ্রেমীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিতে প্যারিস সেন্ট জার্মেইনের জার্সিতে লিওনেল মেসির অভিষেক হয়েছে। ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবের হয়ে মাঠে নেমেছেন তিনি। তবে অভিষেক ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।

রেইমসের বিপক্ষে ম্যাচের মূল একাদশে ছিলেন না মেসি। ম্যাচের ৬৬তম মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এ সময়ে একটি গোলের সম্ভাবনা তৈরি করলেও কিলিয়ান এমবাপের সাথে বল আদান প্রদান করে আর গোল করতে পারেননি তিনি।

পিএসজির হয়ে অভিষেক ম্যাচে কোনো গোল কিংবা অ্যাসিস্ট না করেই মেসিকে সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে স্বভাবসুলভ নিখুঁত পাসিং করেছিলেন তিনি। করেছেন ড্রিবলও।

ম্যাচে ২৪ মিনিট কড়া মার্কিংয়ে ছিলেন মেসি। তিনবার ফাউলের শিকারও হয়েছিলেন তিনি। পুরো ম্যাচে তার চেয়ে বেশি ফাউলের শিকার কেউ হয়নি। তবে গুরুতর কোনো চোট পেতে হয়নি তাকে।

ম্যাচ শেষে পিএসজি কোচ মারিসিও পচেত্তিনো জানান, মেসির তার নিজের সেরা ফর্মে ফিরে আসতে আরও সময়ের প্রয়োজন। দেড় মাস পর খেলতে নেমে নিজের পুরোনো ছন্দ ফিরে পেতে আরও সময়ের প্রয়োজন আছে বলে জানান তিনি।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় মেসি সম্পর্কে পচেত্তিনো বলেন, ‘সে ভালো করছে। তার অভিষেক দেখে বেশ ভালো লাগছে। ও নিজের সেরা ফর্মের ধারেরকাছেও নেই। অনুশীলনে দ্রুতই উন্নতি করছে। আশা করি, বিরতির পর সে আরও ভালো করবে।’

রেইমসের বিপক্ষে কোনো গোল বা অ্যাসিস্ট না করলেও প্রতিপক্ষের মাঠ মেসি মেসি স্লোগানে মুখরিত হয়েছিল। মাঠে নামার পরও প্রতিপক্ষের দর্শকদের কাছ থেকেও পেয়েছেন স্বাগতম।

মাঠে ফিরে গোল না করলেও পুরো মাঠ জুড়ে মেসির প্রভাব ছিল। পচেত্তিনো বলেন, ‘সে দলের মধ্যে ধৈর্য্যশীলতার সৃষ্টি করেছে। এটা দলের উপর বেশ ভালো প্রভাব ফেলেছে। ম্যাচের মধ্যেও এ প্রভাব দেখা গিয়েছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শঙ্কা কাটিয়ে আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন মার্টিনেজ-রোমেরো

শঙ্কা কাটিয়ে আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন মার্টিনেজ-রোমেরো

ইউরোপিয়ান ফুটবলে আজকের ফলাফল

ইউরোপিয়ান ফুটবলে আজকের ফলাফল

বাধ্য হয়েই আন্তর্জাতিক উইন্ডোতে ফুটবলার ছাড়বে লা লিগার ক্লাবগুলো

বাধ্য হয়েই আন্তর্জাতিক উইন্ডোতে ফুটবলার ছাড়বে লা লিগার ক্লাবগুলো

ইনজুরি কাটিয়ে বার্সেলোনায় ফিরলেন টের স্টেগান

ইনজুরি কাটিয়ে বার্সেলোনায় ফিরলেন টের স্টেগান