বার্সেলোনা-পিএসজি ছাড়াও একই রাতে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ইউরোপিয়ান জায়ান্টরা। ম্যানচেস্টার ইউনাইটেড এসি মিলান তাদের প্রত্যাশিত জয় তুলে নিতে পারলেও হোঁচট খেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
আন্তর্জাতিক বিরতির আগে সব দলই তাদের নিজেদের শেষ লিগ ম্যাচে মাঠে নেমেছিল। আন্তর্জাতিক বিরতি শেষে আবারও চলতি বছরের ১১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ইউরোপিয়ান ক্লাব ফুটবল।
ফলাফল
লা লিগা
কাদিজ ২-৩ ওসাসুনা
রায়ো ভায়োকানো ৪-০ গ্রানাডা
অ্যাথলেটিকো মাদ্রিদ ২-২ ভিয়ারিয়াল
ঘরের মাঠে ভিয়ারিয়ালের সাথে ড্র করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ
ইংলিশ প্রিমিয়ার লিগ
বার্নলি ১-১ লিডস ইউনাইটেড
টটেনহাম ১-০ ওয়াটফোর্ড
উলভস ০-১ ম্যানচেস্টার ইউনাইটেড
উলভসের বিপক্ষে ইউনাইটেডের রেকর্ডগড়া জয়
ইতালিয়ান সিরি-এ
জেনোয়া ১-২ নাপোলি
সাসসুয়েলো ০-০ সাম্পদোরিয়া
এসি মিলান ৪-০ ক্যাগলিয়ারি
স্পোর্তিভা সালেরন্টিনা ০-৪ রোমা
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]