বিশ্বাকাপ বাছাইপর্বে উইন্ডোতে দুই দিন সময় বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছিল লা লিগা। তবে সে আপিল খারিজ করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। তাই সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য হচ্ছে স্পেনের ক্লাবগুলো।
চলতি বছরের আগস্টের শুরুতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছিল করোনাভাইরাস পরিস্থিতির জন্য বিশ্বকাপ বাছাইয়ের স্থগিত হওয়া ম্যাচগুলো সেপ্টেম্বর এবং অক্টোবরে আয়োজন করা হবে। একই সাথে আন্তর্জাতিক উইন্ডোর সময় দুইদিন বাড়িয়ে ১০ সেপ্টেম্বর করেছে ফিফা।
ফিফা দুইদিন সময় বাড়ানোয় বাছাইপর্ব খেলতে যাওয়া ফুটবলাররা খেলতে পারবেন না ১১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া লা লিগার চতুর্থ রাউন্ড। মূলত এ কারণেই ফিফার সিদ্ধান্তের বাইরে গিয়েছিল লা লিগা। রোববার (২৯ আগস্ট) লা লিগার এ আপিল খারিজ করায় সাধুবাদ জানিয়েছে ফিফা।
আন্তর্জাতিক আদালতে আবেদন খারিজ হওয়ার পর ১১ সেপ্টেম্বরের ম্যাচ একদিন পিছিয়ে দেওয়ার জন্য স্প্যানিশ ফুটবল ফেডারশনের কাছে আবেদন করেছে লা লিগা কর্তৃপক্ষ। লা লিগার সে আবেদনে সাড়া দিয়েছে স্পেনে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
একদিন পিছিয়ে ১১ সেপ্টেম্বর বার্সেলোনা-সেভিয়া এবং ভিয়ারিয়াল-আলাভেসের ম্যাচ অনুষ্ঠিত হবে। একইদিনে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।
এছাড়াও সংস্কারের পর ১১ সেপ্টেম্বর রিয়ালের মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো ব্যার্নাব্যুতে ফেরার কথা ছিল লস ব্ল্যাঙ্কোসদের। একদিন পিছিয়ে ১২ সেপ্টেম্বর সেল্টা ভিগোর মুখোমুখি হবে লস ব্ল্যাঙ্কোসরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]