চলতি গ্রীষ্মকালীন দল বদলে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ধারণা করা হচ্ছিলো রেইমসের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলবেন তিনি। মেসিকে শুরু একাদশে রাখেননি কোচ মারিসিও পচেত্তিনো। তবে শুরুর একাদশে আছেন নেইমার এবং কিলিয়ান এমবাপে।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে পিএসজি ছাড়বেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। ইতিমধ্যে তার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে এরপরও রেইমসের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন এমবাপে।
রেইমসের বিপক্ষে ম্যাচে শুধু স্কোয়াডে নয়, শুরুর একাদশেও আছেন তিনি। এছাড়াও মৌসুমের প্রথমবারের মতো মাঠে নামবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
নেইমারের পাশাপাশি মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামবেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনাস। কোপা আমেরিকার ফাইনালের পর প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামছেন তারা দুইজন।
শুরুর একাদশে না থাকলেও সাইড বেঞ্চে আছেন লিওনেল মেসি। বদলি হিসেবে মাঠে নামতে পারেন তিনি। কিছুদিন আগেই পিএসজি বস পচেত্তিনো আভাস দিয়ে রেখেছিলেন প্রথম ম্যাচে বদলি হিসেবে নামবেন মেসি।
লিগে দ্বিতীয় ম্যাচের একাদশ ছিটকে পড়েছেন ইনজুরি আক্রান্ত মাউরো ইকার্দি। পিএসজির হয়ে মৌসুমে দ্বিতীয় বারের জন্য মাঠে নামলেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
পিএসজি একাদশ
কেইলর নাভাস, আশরাফ হাকিমি, মারকুইনাস, থিলো কেহরার, আব্দৌ দিয়ালো, মার্কো ভেরাত্তি, ইদ্রিসা গুউয়ে, জর্জিও উইনাল্ডম, অ্যাঞ্জেল ডি মারিয়া, কিলিয়ান এমবাপে এবং নেইমার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]