আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে অনেক চেষ্টার পর বল জালে পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ। এতেই রিয়াল বেতিসের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো লস ব্ল্যাঙ্কোসরা।
শনিবার (২৮ আগস্ট) রাতে প্রতিপক্ষে মাঠে নামে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। দানি কারভাহালের দারুণ এক গোলে নিজেদের জয় নিশ্চিত করে রিয়াল।
ম্যাচে দুই দলই সমানে সমানে লড়াই করেছিল। রিয়ালের নেওয়া ১৩ টি শটের বিপরীতে বেতিস ১১ টি শট নিয়েছিল। শট বেশি নিলেও লক্ষ্যে মাত্র ৩ টি শট নিতে পেরেছিল রিয়াল মাদ্রিদ।
লিগের প্রথম দুই ম্যাচে গোল করেছিলেন ভিনিয়াস জুনিয়র। দুই ম্যাচেই বদলি হিসেবে খেলেছিলেন তিনি। তৃতীয় ম্যাচে প্রথম একাদশেই জায়গা করে নেন ভিনিয়াস। সুযোগ পেয়েও নিজের কাজটা বেশ ভালোভাবেই করেছেন তিনি। ম্যাচের ৫ম মিনিটে বেনজেমার সাথে দারুণ বোঝাপড়ায় গোল প্রায় হয়েই যাচ্ছিলো, তবে বেনজেমার লক্ষ্যভ্রষ্ট শটে এগিয়ে যেতে পারেনি রিয়াল মাদ্রিদ।
এর দুই মিনিট পরেই আবারও আক্রমণ শাণায় রিয়াল মাদ্রিদ। এডার মিলিতাওয়ের শট ঠেকিয়ে দেয় বেতিস গোলরক্ষক। এরপর পাল্টা শট নিয়ে থিবো কোর্তোয়াকে পরীক্ষার মুখে ফেলে দেন রিয়াল বেতিসের ফরওয়ার্ড নাবিল ফেকির। এরপর দুই দল আরও কিছু সুযোগ তৈরি করলেও কোনো বারই বল জাল খুঁজে পায়নি।
প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা গ্যারেথ বেল দ্বিতীয়ার্ধের ৫ম মিনিটে দুর্দান্ত এক ক্রস করেন। ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ম্যাচের ৫১তম মিনিটে জালে বল জড়ান বেনজেমা। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়।
ম্যাচের ৬০তম মিনিটে পাল্টা আক্রমণে গিয়ে সফল হয় রিয়াল মাদ্রিদ। ভিনিয়াসের ক্রস থেকে বল পান করিম বেনজেমা। সেখান থেকে পাওয়া বলে সাইড ভলিতে বল জড়ান দানি কারভাহাল। এতেই নিশ্চিত হয় রিয়ালের জয়।
ম্যাচের অতিরিক্ত সময়ে মার্টিন মানতোয়ার প্রায় গোল করেই ফেলেছিলেন। তবে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ার বুদ্ধিদীপ্ততায় জালে বল জড়াতে পারেননি। এর ফলে ১-০ গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়।
তিন ম্যাচে দুই জয় এবং এক ড্র নিয়ে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বার্সেলোনা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]