রোনালদোহীন প্রথম ম্যাচেই জুভেন্টাসের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৬ এএম, ৩০ আগস্ট ২০২১
রোনালদোহীন প্রথম ম্যাচেই জুভেন্টাসের হার

ক্রিস্টিয়ানো রোনালদো দল ছাড়ার পর প্রথমবারের মতো মাঠে নামলো জুভেন্টাস। রোনালদোহীন প্রথম ম্যাচেই হার দেখলো ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। সিরি-এ তে নিজেদের প্রথম ম্যাচে উদিনেসের সাথে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে নবাগত এম্পেলিওর সাথে হার নিয়েই মাঠে ছাড়ে তুরিনের ওল্ড লেডিরা।

শনিবার (২৮ আগস্ট) রাতে জুভেন্টাসের আলিয়াঞ্জ স্টেডিয়ামে আতিথ্য নেয় এম্পেলিও। প্রথম ম্যাচে ল্যাৎজিওর কাছে ৩-১ গোলে লিগ শুরু করা এম্পেলিও এদিন তুরিনের ওল্ড লেডিদের ১-০ গোলে হারায়।

সর্বশেষ ২০২০-২১ মৌসুম দুঃস্বপ্নের মতো কাটিয়েছিল জুভেন্টাস। তুরিনের ওল্ড লেডিদের টানা ৯ মৌসুমের আধিপত্য ভেঙে শিরোপা নিজেদের করে নেয় ইন্টার মিলান। শিরোপা জিততে না পারায় কোচ আন্দ্রে পিরলোকে সরিয়ে আবারও ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির উপর আস্থা রাখে। তবে শুরুর দুই ম্যাচেই সমর্থকদের হতাশার সাগরে ডুবিয়েছে জুভরা।

প্রথমার্ধে দুইবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল জুভেন্টাস। তবে ফেদেরিকো চিয়েসার নেওয়ার দুইটি শট ঠেকিয়ে দেন এম্পেলিওর গোলরক্ষক। স্রোতের বিপরীতে ২১তম মিনিটে এম্পেলিওর অধিনায়ক লিওনার্দো মানকুসো গোল করে দলকে লিড এনে দেন। শেষ পর্যন্ত এ গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ম্যাচের ৫৮তম মিনিটে পাওলো দিবালার নেওয়া ফ্রি কিক ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়। এরপর অনেক চেষ্টার পর স্বাগতিকদের সামনে দুর্দান্ত এক সুযোগ আসে। তবে মানুয়েল লোকাতেল্লির নেওয়া সে শট লক্ষ্য থাকেনি। তাইতো জুভদের আর সমতায় ফেরা হয়নি।

ম্যাচের যোগ করা সময়ে আরও একটি সুযোগ পান লোকাতেল্লি। তবে বাম পায়ে নেওয়া সে শট পোস্টের বাইরে দিয়ে গেলে হতাশায় মাঠে ছাড়ে অ্যালেগ্রির দল।

সিরি-এ তেদুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১৩ তম স্থানে আছে জুভেন্টাস। দুই ম্যচেই জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে ল্যাৎজিও আছে শীর্ষে, ইন্টার মিলানের অবস্থান দ্বিতীয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

১০ জন নিয়ে লিভারপুলকে রুখে দিল চেলসি

১০ জন নিয়ে লিভারপুলকে রুখে দিল চেলসি

ইউরোজয়ী ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

ইউরোজয়ী ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

বাংলাদেশি জিদান মিয়া খেলবেন লা লিগা

বাংলাদেশি জিদান মিয়া খেলবেন লা লিগা

ম্যানসিটি নয়, রোনালদোকে দলে ভেড়ালো ম্যানইউ

ম্যানসিটি নয়, রোনালদোকে দলে ভেড়ালো ম্যানইউ