সদ্যই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের করে নিয়েছে ইতালি। এবার ২০২২ কাতার বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইয়ে মাঠে নামবে আজ্জুরিরা। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাসসুয়োলো ফরওয়ার্ড জিয়ানলুসা স্কাম্মাক্কা। এছাড়াও চোট কাটিয়ে দলে ডাক পেয়েছেন নিকোলা জানিওলো।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামবে ইতালি। বিশ্বকাপ বাছাই পর্বের তিন ম্যাচে ইতালির প্রতিপক্ষ বুলগেরিয়া, সুইজারল্যান্ড এবং লিথুনিয়া।
প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩৪ ম্যাচ অপরাজিত রয়েছে ইতালি। আর মাত্র একটি ম্যাচে অপরাজিত থাকলে স্পেনের ৩৫ ম্যাচের রেকর্ড স্পর্শ করবে আজ্জুরিরা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালি স্কোয়াডে থাকা ২৫জনই এ দলে রয়েছেন। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছেন লিওনার্দো স্পিনাজ্জোলা।
সাইড বেঞ্চ পরখ করে নেওয়ার জন্য ৩৪ জন ফুটবলারকে দলে ডেকেছেন ইতালির কোচ রবার্তো মানচিনি। এর ফলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন স্ট্রাইকার স্কাম্মাক্কা। এছাড়াও মারাত্মক চোট কাটিয়ে দলে ফিরেছেন জানিওলো।
চলতি বছরের ২ সেপ্টেম্বর ঘরের মাঠে বুলগেরিয়াকে আতিথ্য দিবে ইতালি। ৫ সেপ্টেম্বর সুইসদের মাঠে তাদের বিপক্ষে খেলবে ইতালি। ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে আজ্জুরিদের প্রতিপক্ষ লিথুনিয়া।
ইতালি স্কোয়াড
গোলরক্ষক: জিয়ানলিউজি ডোনারুমা (পিএসজি), আলেক্স মেরেত (নাপোলি), সালভাতোরে সিরিগু (জেনোয়া), পিয়েরলুইজ গোল্লিনি (টটেনহ্যাম হটস্পার)
ডিফেন্ডার: ফ্রান্সেসকো আসেরবি (লাৎজিও), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ক্রিস্তিয়ানো বিরাগি (ফিওরেন্তিনা), লিওনোর্দো বোনুচ্চি (জুভেন্টাস), জর্জো কিয়েল্লিনি (জুভেন্টাস), জিওভান্নি দি লরেন্সো (নাপোলি), এমেরসন পালমিয়েরি (লিওঁ), আলেসান্দ্রো ফ্লোরেন্সি (এসি মিলান), মানুয়েল লাস্সারি (লাৎসিও), জানলুকা মানচিনি (রোমা), রাফায়েল তোলোই (আতালান্টা)।
মিডফিল্ডার: নিকোলো বারেল্লা (ইন্টার মিলান), গায়েতানো কাস্ত্রোভিল্লি (ফিওরেন্তিনা), ব্রায়ান ক্রিস্তান্তে (রোমা), জর্জিনিয়ো (চেলসি), মানুয়েল লোকাতেল্লি (জুভেন্টাস), লরেন্সো পেল্লেগ্রিনি (রোমা), মাত্তেও পেস্সিনা (আতালান্টা), স্তেফানো সেন্সি (ইন্টার মিলান), মার্কো ভেরোত্তি (পিএসজি), নিকোলো জানিওলো (রোমা)।
ফরোয়ার্ড: আন্দ্রেয়া বেলোত্তি (তুরিনো), দোমেনিকো বেরার্দি (সাস্সুয়োলো), ফেদেরিকো বের্নার্দেস্কি (জুভেন্টাস), ফেদেরিকো চিয়েসা (জুভেন্টাস), চিরো ইম্মোবিলে (লাৎজিও), লরেন্সো ইনসিনিয়ে (নাপোলি), ময়েস কিন (এভারটন), জাকোমো রাসপাদোরি (সাস্সুয়োলো), জিয়ানলুসা স্কাম্মাক্কা (সাস্সুয়োলো)।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]