চার্টার্ড ফ্লাইটে নেপাল যাবে বাংলাদেশ নারী ফুটবল দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩১ পিএম, ২৮ আগস্ট ২০২১
চার্টার্ড ফ্লাইটে নেপাল যাবে বাংলাদেশ নারী ফুটবল দল

ফাইল ফটো

ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ-২০২১ এর দুটি ম্যাচ খেলতে চলতি সেপ্টেম্বরেই নেপাল যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। করোনা পরিস্থিতির কারণে কোন প্রকার ঝুঁকি না নিতে বাংলাদেশ নারী ফুটবল দলকে চার্টার্ড ফ্লাইটে উড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা থেকে চার্টার্ড ফ্লাইটে সরাসরি কাঠমান্ডু যাবেন সাবিনারা।

শুক্রবার (২৭ আগস্ট) মাহফুজা আক্তার কিরণের সভাপতিত্বে মহিলা ফুটবল উইংয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দু’টি ম্যাচ মাঠে গড়াবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। তবে এর আগে নেপালে ৯ ও ১২ সেপ্টেম্বর দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।

এশিয়ান কাপ বাছাইয়ের আগে অনুষ্ঠিতব্য দু’টি প্রীতি ম্যাচ খেলতে কয়েকদিনের মধ্যেই কাঠমান্ডু যাবেন সাবিনারা। এদিকে, চার্টার্ড ফ্লাইটে নেপাল যাওয়ার সিদ্ধান্ত হলেও ঠিক কবে রওয়া দেবেন সভায় তা ঠিক হয়নি।

এছাড়া ১৯ হতে ২৪ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য ‘এএফসি ওমেন্স এশিয়ান কাপ ২০২২, ইন্ডিয়া (কোয়ালিফায়ার্স)’ খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল সেখানে অংশগ্রহণের জন্য নেপাল থেকেই ১৪ সেপ্টেম্বর উজেবিকস্তানের উদ্দেশে রওনা দেবে।

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের গ্রুপের স্বাগতিক ছিল বাংলাদেশ। তবে করোনা পরিস্থিতি ও বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার করার কাজে স্বাগতিক হতে পারেনি বাংলাদেশ।

স্বাগতিক তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ যাওয়ায় এখন খেলা হবে নিরপেক্ষ ভেন্যু, জর্ডানে। ইরান ও জর্ডান বাংলাদেশের গ্রুপের প্রতিপক্ষ। গ্রুপ চ্যাম্পিয়ন দল এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]  



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের ভেন্যু উজবেকিস্তান

এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের ভেন্যু উজবেকিস্তান

কিংসের ফুটবলারদের ‘পারফরম্যান্সে’ খুশি নন সালাউদ্দিন

কিংসের ফুটবলারদের ‘পারফরম্যান্সে’ খুশি নন সালাউদ্দিন

চার হ্যাটট্রিকে বসুন্ধরা মেয়েদের শিরোপা উৎসব

চার হ্যাটট্রিকে বসুন্ধরা মেয়েদের শিরোপা উৎসব

মেয়েদের এক ম্যাচে বসুন্ধরা কিংসের ২০ গোল

মেয়েদের এক ম্যাচে বসুন্ধরা কিংসের ২০ গোল