বিতর্কিত কর্মকাণ্ডে পাঁচ ক্লাবকে বাফুফের জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৮ আগস্ট ২০২১
বিতর্কিত কর্মকাণ্ডে পাঁচ ক্লাবকে বাফুফের জরিমানা

প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যাচ চলাকালে নানা বিতর্কিত কর্মকাণ্ডে অবশেষ জরিমানার পথ বেছে নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, রানার্স-আপ শেখ জামাল ধানমণ্ডি ক্লাবসহ মোট পাঁচটি ক্লাবকে জরিমানা করা হয়েছে। বাকি তিনটি ক্লাব হলো- চট্টগ্রাম আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

পাঁচটি ক্লাবের মধ্যে বসুন্ধরা কিংস ও শেখ জামালকে সবচেয়ে বেশি ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া বাকি তিন ক্লাবকে দিতে হবে বিভিন্ন অংকের জরিমানা।

গত ৯ আগস্ট (সোমবার) শেখ জামালকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা কিংস। তবে শিরোপা জয়ের উল্লাসে নিয়ম ভাঙে বসুন্ধরা। যার ফলে এবার গুণতে হলো জরিমানা।

শিরোপা জয় নিশ্চিত করার পর নিয়ম বর্হিভুতভাবে মাঠে আনন্দ-উল্লাসে মাতেন ক্লাবটির ম্যানেজার ওয়াসিমুজ্জামান, মেয়েদের কোচ মাহমুদা আক্তারসহ বেশ কিছু সমর্থক। একই দিন আরেকটি ম্যাচ থাকায় মাঠে প্রবেশের নিষেধ করা হলেও তারা তা মানেননি।

গত ১৭ আগস্ট (মঙ্গলবার) মোহামেডানের বিপক্ষে একটি কর্নার নিয়ে আপত্তি তোলায় চার মিনিট খেলা থাকে। ফলে
রহমতগঞ্জকে এবার প্রতি মিনিটের জন্য ৩ হাজার করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বলবয়দের মারামারি কাণ্ডে ১০ হাজার টাকা করে জরিমানা গুণতে হচ্ছে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জকে। ১৭ আগস্ট (মঙ্গলাবর) ম্যাচ চলাকালে দুই দলের বলবয়রা মারামারিতে জড়িয়ে পড়েন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শেখ জামাল-ব্রাদার্সের ৩ ফুটবলার সাময়িক নিষিদ্ধ

শেখ জামাল-ব্রাদার্সের ৩ ফুটবলার সাময়িক নিষিদ্ধ

দুই প্রবাসী ফুটবলারকে দলে নিয়ে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

দুই প্রবাসী ফুটবলারকে দলে নিয়ে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

বদলে গেছে সাফের সূচি

বদলে গেছে সাফের সূচি

শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়ন বসুন্ধরার হাসি

শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়ন বসুন্ধরার হাসি