মাঠে ম্যাচ চলাকালে মারামারিতে জড়িয়ে পড়ায় শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের ৩ ফুটবলারকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নিষিদ্ধ ৩ ফুটবলার হলেন- শেখ জামালের ফয়সাল আহমেদ ও শাকিল আহমেদ এবং ব্রাদার্সের ছামির উল্লাহ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে শনিবার (২১ আগস্ট) শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ শেষে গালিগালাজ ও মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। ওই ঘটনায় এবার শাস্তি দিল বাফুফে। এছাড়া দুই দলের বলবয় মো. রাজু, শরিফুল হাসান সুজনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে বাফুফের শৃঙ্খলা বিষয়ক কমিটি।
বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই ক্লাব কর্তৃপক্ষকে ঘটনার কারণ ব্যাখ্যা করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত না হওয়া পর্যন্ত নিষিদ্ধরা বাফুফে আয়োজিত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবারের ওই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। যোগ করা সময়ে একটি ফাউলকে কেন্দ্র করে শেখ জামালের ফুটবলাররা ব্রাদার্সের খেলোয়াড়দের সঙ্গে বাদানুবাদে জড়ান।
এছাড়া কিছুক্ষণ পর কর্নার পায় শেখ জামাল। সেই কর্নার নেওয়ার আগেই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেন। এতে শেখ জামালের ফুটবলাররা ক্ষিপ্ত হয়ে রেফারি ভুবন মোহন তরফদারকে ঘেরাও করেন।
এ সময় ব্রাদার্সের সমর্থকেরা উত্তেজিত হলে ক্ষোভে ফেটে পড়েন শেখ জামালের ফুটবলাররা। মুহূর্তেই আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাদানুবাদ থেকে এক পর্যায়ে চলে যায় হাতাহাতিতে। পরে মাঠে পুলিশ ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]