বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবে এমবাপের জন্য এতদিন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি রিয়াল মাদ্রিদ। অবশেষে পিএসজির কাছে এমবাপের জন্য ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
আগামী ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এমবাপের সাথে পিএসজির চুক্তি রয়েছে। পিএসজি থেকে পাওয়া লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এমবাপে। তখন থেকেই গুঞ্জন উঠেছিল ক্লাব ছাড়তে চান এমবাপে।
রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে পাড়ি জমানোর পর থেকেই স্ট্রাইকার সংকটে ভুগছে গ্যালাক্টিকোরা। রোনালদোর শূন্যতা পূরণে চেলসি থেকে এসেছেন বেলজিয়ান স্ট্রাইকার এডিন হ্যাজার্ড। তবে ইনজুরির কারণে দুই মৌসুম ধরেই বেশিরভাগ সময় মাঠের বাইরেই আছেন তিনি।
স্ট্রাইকার সমস্যা সমাধানে কয়েক বছর ধরেই এমবাপেকে দলে ভেড়াতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। তবে পিএসজির কাছে কখনই আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত এমবাপের জন্য ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে। বিভিন্ন সুবিধাসহ এমবাপেকে দলে ভেড়াতে এমবাপের জন্য রিয়ালকে খরচ করতে হবে ১৮৬ মিলিয়ন ইউরো।
পিএসজির সাথে চুক্তি নবায়ন করতে না চাওয়ায় পিএসজি এমবাপের জন্য নতুন ক্লাব খুঁজছিল। নাম প্রকাশে না করার শর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের এক ক্লাব এমবাপের জন্য প্রস্তাব দিয়েছিল বলে জানা গেছে। এরপরেই রিয়াল মাদ্রিদের প্রস্তাব পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ পত্রিকা মার্কা।
রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার সংকট সমাধানে দলে রোনালদোকে আবারও ফিরিয়ে আনারও গুঞ্জন উঠেছিল। এছাড়াও আর্লিং হল্যান্ড রিয়ালে পাড়ি জমাবেন এমন কথাও শোনা গিয়েছিল। তবে সব গুঞ্জনকে সরিয়ে এমবাপের জন্য প্রস্তাব পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]