আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে ফুটবলার নিয়ে শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২০ এএম, ২৫ আগস্ট ২০২১
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে ফুটবলার নিয়ে শঙ্কা

দেশের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত অ্যালিসন, ফিরমিনহো, জেসুসরা। কোয়ারেন্টাইন বিধিনিষেধের কারণে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ফুটবলারদের নাও ছাড়তে পারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।

যুক্তরাজ্য সরকারের বর্তমান নিয়মানুযায়ী, কোভিড-১৯ রেড জোনে থাকা দেশগুলো থেকে কেউ দেশে ফিরলে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ফলে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে ক্লাবের হয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করবেন ফুটবলাররা।

ফুটবলারদের জন্য কোয়ারেন্টাইন নিয়ম শিথিল করার জন্য যুক্তরাজ্যের সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

কোয়ারেন্টাইন নিয়ম শিথিল না হলে ম্যানচেস্টার সিটিতে খেলা সেলেসাও গোলরক্ষক এডারসন এবং স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে ছাড়বে না সিটিজেনরা। একই শঙ্কায় আছেন লিভারপুলে খেলা অ্যালিসন বেকার।

একই কারণে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে দলের সাথে যোগ দেওয়া নিয়ে শঙ্কা আছে এমিলিয়ানো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমারোর।

যুক্তরাজ্য সরকার কোয়ারেন্টাইন নিয়ম শিথিল করলে তবে আন্তর্জাতিক ম্যাচের জন্য ফুটবলারদের ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ক্লাবগুলো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও এমবাপের দলবদল গুঞ্জন, লড়াইয়ে দুই ক্লাব

আবারও এমবাপের দলবদল গুঞ্জন, লড়াইয়ে দুই ক্লাব

মার্কিন ক্লাব ইন্টার মিয়ামিতে মেসিকে চান বেকহ্যাম

মার্কিন ক্লাব ইন্টার মিয়ামিতে মেসিকে চান বেকহ্যাম

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা

ইতিহাদের সামনে ম্যানসিটির তিন কিংবদন্তির ভাস্কর্য

ইতিহাদের সামনে ম্যানসিটির তিন কিংবদন্তির ভাস্কর্য