বাংলাদেশ জাতীয় দলে এবার কানাডা প্রবাসী ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৪ এএম, ২৫ আগস্ট ২০২১
বাংলাদেশ জাতীয় দলে এবার কানাডা প্রবাসী ফুটবলার

অক্টোবরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য কিরগিজস্থানে তিন জাতি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। এ টুর্নামেন্ট খেলার জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঢাকা ছাড়বে ২৮ অথবা ২৯ আগস্ট। টুর্নামেন্টে জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

দল ঘোষণা না করা হলেও জানা গেছে দলে আসতে যাচ্ছেন কয়েকজন নতুন ফুটবলার। এদের মধ্যে একজন হলেন রাহবার ওয়াহেদ খান। কানাডা প্রবাসী এ ফুটবলার সেমি প্রফেশনাল ওয়ান লিগে নর্থ টরন্টো নিট্রোস ক্লাবের হয়ে খেলছেন।

ঢাকায় বেড়ে ওঠা ওয়াহেদ এখন একজন মিডফিল্ডার। তিনি কানাডায় পড়াশুনা করছেন বলে জানা গেছে। তাকে দলে পাওয়ার জন্য বাফুফে থেকে নর্থ টরন্টো ক্লাবে চিঠি দেওয়া হয়েছে বলা নিশ্চিত হওয়া গেছে।

বাফুফে থেকে পাঠানো চিঠিতে ওয়াহেদকে সরাসরি কিরগিজস্থানের রাজধানী বিশকেকে যোগ দিতে বলা হয়েছে। এছাড়াও এএফসি কাপ খেলার জন্য মালেতে থাকা বসুন্ধরা কিংস থেকে জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলাররাও সরাসরি বিশকেকে যোগ দিবেন।

এর আগে প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন কাপ্তান জামাল ভূঁইয়া এবং তারিক কাজী। এর মধ্যে জামাল ভূঁইয়া এসেছেন ডেনমার্ক থেকে এবং তারিক কাজী ফিনল্যান্ড থেকে এসেছেন।

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে কিরগিজস্থানের তিন জাতি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্থিন, কিরগিজস্থান এবং কিরগিজস্থান অলিম্পিক দল।

কিরগিজস্থানে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ৫ এবং ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বীকৃত দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকবে ফিলিস্থিন এবং কিরগিজস্থান।

এছাড়াও টুর্নামেন্টের বাইরে কিরগিজস্থান অলিম্পিক দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্থান অলিম্পিক দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে চলতি বছরের ৯ সেপ্টেম্বর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম বাংলাদেশি নারী রেফারি হিসেবে সালমার অভিষেক

প্রথম বাংলাদেশি নারী রেফারি হিসেবে সালমার অভিষেক

সেপ্টেম্বরে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা

সেপ্টেম্বরে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা

ফুটবল র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে ভূটানের নীচে বাংলাদেশ

ফুটবল র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে ভূটানের নীচে বাংলাদেশ

এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের ভেন্যু উজবেকিস্তান

এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের ভেন্যু উজবেকিস্তান