মার্কিন ক্লাব ইন্টার মিয়ামিতে মেসিকে চান বেকহ্যাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৯ এএম, ২৪ আগস্ট ২০২১
মার্কিন ক্লাব ইন্টার মিয়ামিতে মেসিকে চান বেকহ্যাম

মাত্রই বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন লিওনেল মেসি। পিএসজিতে যোগ দিলেও এখনও মাঠে নামেনি তিনি। এখনই তার পরবর্তী গন্তব্য নিয়েই তৈরি হয়েছে গুঞ্জন। ফ্রান্সের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) লিগের দল ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি করতে উঠেপড়ে লেগেছেন ফুটবলার ডেভিড বেকহ্যাম।

ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম ইন্টার মিয়ামির মালিক এবং প্রেসিডেন্ট। ইংলিশ গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, পিএসজির সাথে চুক্তি শেষ হওয়ার সাথে সাথে যেন মেসি ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন সেজন্য ডেভিড বেকহ্যাম তার সাথে যোগাযোগ রাখছেন।

ডেইলি মিরর সে প্রতিবেদনে জানিয়েছে, মেসি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সম্ভাবনা রয়েছে। কারণ সেখানে বেশ কয়েকটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছেন মেসি। ফলে সেখানে গিয়ে দ্রুতই মানিয়ে নিতে পারবেন বলে জানানো হয়েছে।

ইন্টার মিয়ামির মালিক ডেভিড বেকহ্যাম এবং সহ-প্রতিষ্ঠাতা হোর্হে মাস শুধু মেসিকে নয়, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও দলে ভেড়াতে চায়।

এক সাক্ষাৎকারে হোর্হে মাস বলেন, ‘ডেভিড এবং আমি পরিশ্রম করছি।সেরা খেলোয়াড়দের দলে নিয়ে আসার ইচ্ছা আছে আমাদের। মেসি তার প্রজন্মের সেরা খেলোয়াড়।’

তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী, মেসি ইন্টার মিয়ামিতে খেলবেন। এতেই আমাদের প্রজন্মের সেরা খেলোয়াড়ের উত্তরাধিকার পূর্ণতা পাবে। আমাদের ইন্টার মিয়ামিও একটি বিশ্বমানের দল তৈরি করার চেষ্টা করছে।’

বেশ কয়েকবছর ধরেই বিশ্বমানের তারকারা তাদের ক্যারিয়ারের শেষের দিকে এসে মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন। সে পথে মেসি হাটবেন কিনা সেটা সময়ই বলে দিবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইতিহাদের সামনে ম্যানসিটির তিন কিংবদন্তির ভাস্কর্য

ইতিহাদের সামনে ম্যানসিটির তিন কিংবদন্তির ভাস্কর্য

২০২৫ পর্যন্ত বায়ার্নেই থাকছেন জশুয়া কিমিচ

২০২৫ পর্যন্ত বায়ার্নেই থাকছেন জশুয়া কিমিচ

জালে বল পাঠিয়েও গোল বঞ্চিত রোনালদো, পয়েন্ট হারালো জুভেন্টাস

জালে বল পাঠিয়েও গোল বঞ্চিত রোনালদো, পয়েন্ট হারালো জুভেন্টাস

ইনজুরির কবলে পিএসজি স্ট্রাইকার মাউরো ইকার্দি

ইনজুরির কবলে পিএসজি স্ট্রাইকার মাউরো ইকার্দি