ম্যানচেস্টার সিটির হয়ে ইতিহাদ স্টেডিয়ামে নিজেদের পারফর্মেন্সের ছাপ রেখে কিংবদন্তিতে পরিণত হয়েছেন ডেভিড সিলভা, ভিনসেন্ট কোম্পানি এবং সার্জিও আগুয়রো। সময়ের স্রোতে দল ছেড়েছেন তারা। তবে তাদেরকে মনে রেখেছেন সিটিজেন সমর্থকরা।
ভিনসেন্ট কোম্পানি, ডেভিড সিলভা এবং সার্জিও আগুয়েরোকে সন্মান জানাতে তাই ভুলেনি ম্যানচেস্টার সিটি। তাদের প্রতি সম্মান রেখে ইতিহাদ স্টেডিয়ামের সামনে ভাস্কর্য বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটিজেন কর্তৃপক্ষ।
সোমবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি জানিয়েছে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে ডেভিড সিলভা এবং ভিনসেন্ট কোম্পানির ভাস্কর্য। তাদেরকে অসামান্য অবদানকে সন্মান জানানোর জন্যই ক্লাব এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
বিবৃতিতে আরও জানিয়েছে সিটিজেনদের হয়ে সর্বোচ্চ গোলদাতা সার্জিও আগুয়েরোরও ভাস্কর্য বসাবে তারা। ইতিহাদ স্টেডিয়ামের সামনে এ ফরওয়ার্ডের ভাস্কর্য আগামী বছর বসাবে বলে জানিয়েছে তারা।
২০১০ সালে ভালেন্সিয়া থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ডেভিড সিলভা। সিটিজেনদের হয়ে ১১ বছরের ক্যারিয়ারে ৪৩৬ ম্যাচ খেলেছেন তিনি। এ সময়ে চারটি প্রিমিয়ার লিগসহ মোট ১৪ টি শিরোপা জিতেছেন তিনি। বর্তমানে লা লিগার দল রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলছেন তিনি।
বেলজিয়ান ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি ২০০৮ সালে জার্মান ক্লাব হামবুর্গ থেকে সিটিজেনদের ডেরায় যোগ দেন। তিনিও ১১ বছরের ক্যারিয়ারে সিটির হয়ে ২৬৫ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এছাড়াও ছিলেন ম্যানসিটির অধিনায়কের দায়িত্বে। বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটের প্রধান কোচের দায়িত্বে আছেন কোম্পানি।
ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ গোলদাতা সার্জিও আগুয়েরো। তিনি ২০১১ সালে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এ আর্জেন্টাইন স্ট্রাইকার। এ সময়ে সিটিজেনদের হয়ে ১৮৪ গোল করেছেন তিনি। বর্তমানে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]