২০২৫ সাল পর্যন্ত জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে থাকছেন জার্মান ফুটবলার জশুয়া কিমিচ। ২০১৫ সালে আরবি লাইপজিগ থেকে বায়ার্নে যোগ দেন তিনি। এরপর থেকে বায়ার্নের হয়ে ২৬৪ ম্যাচ খেলে করেছেন ৬৪ গোল।
কিমিচ বায়ার্নে হয়ে জিতেছেন ছয়টি বুন্দেসলিগা, একটি চ্যাম্পিয়নস লিগ এবং তিনটি ডিএফবি পোকাল কাপ।
২০১৫ আট বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দেন কিমিচ। পূর্বের চুক্তি অনুযায়ী ২০২৩ পর্যন্ত বায়ার্নে তার থাকার কথা ছিল। তবে চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানোর পর ২০২৫ পর্যন্ত বায়ার্নে থাকছেন তিনি।
বায়ার্নের হয়ে ছয় বছরের ক্যারিয়ারের সবচেয়ে বেশি পাস দেওয়ার রেকর্ডও গড়েছেন তিনি। এ সময়ে ২৫৮৮ টি সফল পাস দিয়েছেন। এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি পাস দিয়েছেন তিনি।
চুক্তির মেয়াদ বাড়ানোর পর কিমিচ জানান, এখানে আমি ফুটবলকে বেশ উপভোগ করছি। এছাড়া এখানকার সতীর্থদের সাথেও বেশ খুশি আছেন বলে জানান তিনি।
কিমিচের সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর পর বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী অলিভার কান বলেন, ‘এখানে সে দুর্দান্ত খেলছে। তার সাথে চুক্তি বাড়াতে পেরে আমরা উৎসাহিত।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]