প্রথমার্ধে আধিপত্য ধরে রেখেও লেভান্তের সাথে ম্যাচ ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই গোল করে রিয়াল এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-৩ গোলে শেষে হয় ম্যাচ।
রোববার (২২ আগস্ট) লা লিগায় লেভান্তের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫ম মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন ওয়েলস ফরওয়ার্ড গ্যারেথ বেল। প্রায় দুই বছর পর লা লিগায় গোলের দেখা পেলেন ওয়েলস তারকা।
এরপর একের পর এক শট নিয়ে লেভান্তকে চাপে রাখে রিয়াল। প্রথমার্ধে ১০ টি শট নেয় রিয়াল মাদ্রিদ। তবে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি তারা। পাল্টা আক্রমণে লেভান্তে কোনো ধরনের চাপ সৃষ্টি করতে পারেনি।
প্রথমার্ধে রিয়ালকে বড় কোনো পরীক্ষায় ফেলতে না পারলেও দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই স্বাগতিক লেভান্তেকে এগিয়ে নেয় মার্তি। এর ১০ মিনিট পর হোসে কাস্পানার নেওয়া দুর্দান্ত ভলিতে রিয়ালের জালে বল জড়ায় কোর্তোয়া। এতেই ২-১ পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ।
পিছিয়ে পড়েই একাদশে তিনটি পরিবর্তন আনেন মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। বেল, এডেন হ্যাজার্ড এবং ইসকোর পরিবর্তে মাঠে নামেন মার্কো অ্যাসেনসিও, ভিনিয়াস জুনিয়র এবং রদ্রিগো। এছাড়াও লুকাস ভাসকেসের পরিবর্তে মাঠে নামেন দানি কারভাহাল।
ম্যাচের ৭৩তম মিনিটে ভিনিসিয়াসের গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। টানা দুই ম্যাচে গোল পেলেন ভিনিসিয়াস। লিগের প্রথম ম্যাচের আলভেসের বিপক্ষেও গোল করেন তিনি।
বেশিক্ষণ ম্যাচ সমতায় চলেনি, ৭৯তম মিনিটে আবারও এগিয়ে যায় লেভান্তে। এরপর ৮২তম মিনিটে স্কোর লাইন ৪-২ করার সুযোগ পেয়েছিল লেভান্তে। তবে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ার দৃঢ়তায় আর গোল করতে পারেননি তারা।
ম্যাচের ৮৫তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ভিনিয়াস জুনিয়র। নিশ্চিত গোল ঠেকাতে রদ্রিগোকে ফাউল করেন লেভান্তে গোলরক্ষক ফার্নান্দেস। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে তার পরিবর্তে গোলবারে দাঁড়ানো ভেসোকে কোনো পরীক্ষায় ফেলতে পারেনি রিয়াল মাদ্রিদ।
দুই ম্যাচে এক জয় এবং এক ড্র নিয়ে লিগ টেবিলের দুই নম্বরে অবস্থান করছে গ্যালাক্টিকোরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]