প্রায় তিন সপ্তাহের জন্য কাঁধের ইনজুরির কারণে মাঠের বাইরে পিএসজির আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। লিগ ওয়ানে ব্রেস্তের বিপক্ষে ম্যাচের কাঁধের ইনজুরিতে পড়েন তিনি।
রোববার (২২ আগস্ট) পিএসজি এক বিবৃতিতে জানায় স্ক্যানে কোনো চিড় ধরা পড়েনি। তবে তিন সপ্তাহের জন্য মাঠে বাইরে চলে গিয়েছেন তিনি।
শুক্রবার (২০ আগস্ট) ব্রেস্তের বিপক্ষে ম্যাচে ৪-২ গোলের জয় পায় ইকার্দি। ম্যাচের ৮৬তম মিনিটে কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়েন ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার।
ইনজুরির কারণে আন্তর্জাতিক ম্যাচের বিরতির আগে রেইমসের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন না তিনি। একই কারনে চলতি বছরের সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনা দলেও তার সুযোগ পাওয়া অনিশ্চিত হয়েছে।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চলতি বছরের সেপ্টেম্বরে ভেনিজুয়েলা, ব্রাজিল এবং বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমানোর পর এখনও মাঠে নামেননি আর্জেন্টাই সুপারস্টার লিওনেল মেসি। মাউরো ইকার্দির ইনজুরির কারণে বেশ দ্রুতই পিএসজির জার্সিতে মেসির অভিষেক হতে পারে জানাচ্ছে বিভিন্ন ইউরোপিয়ান গণমাধ্যম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]