বার্সেলোনার হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই প্রথম গোলের দেখা পেয়েছেন ডাচ ফরওয়ার্ড মেম্ফিস ডিপাই। তার গোলে বার্সেলোনা হার এড়ালেও পুরো তিন পয়েন্ট না পাওয়ায় হতাশ তিনি।
শনিবার (২১ আগস্ট) লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে মেম্ফিস ডিপাইয়ের গোলেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ম্যাচ শেষে পছন্দের ক্লাবের হয়ে গোল করেও হতাশ প্রকাশ করেন ডিপাই।
ডিপাই বলেন, ‘গোল করা দারুন ব্যাপার। তবে ম্যাচের ফলাফল নিয়ে আমি হতাশ। কারণ আমরা পূর্ণ পয়েন্ট পাই নি। ক্লাবের হয়ে আমার প্রথম গোল আমি উপভোগ করতে পারিনি।’
বার্সেলোনা হয়ে নিজের প্রথম গোল পাওয়ার ম্যাচে দলকে জয় এনে দিতে পারেননি মেম্ফিস ডিপাই। পূর্ণ পয়েন্ট এনে দিতে না পারলেও তার গোলেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে বার্সেলোনা।
লা লিগা অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সেলোনা। ৬৮ শতাংশ বল দখলে রেখেও মাত্র ৯ টি শট নেয় বার্সেলোনা। বিপরীতে ৩২ শতাংশ বলের দখল রেখে ১৬ শট নেয় বিলবাও।
বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটা বেশ কঠিন ছিল বলে মনে করেন মেম্ফিস ডিপাই। বলেন, ‘এটা কঠিন একটি ম্যাচ ছিল। তবে ক্লাবের হয়ে গোল করার বিষয়টা অন্যরকম এবং আরও গোল করতে চাই আমি।’
মেসি পরবর্তী যুগে রিয়াল সোসিয়াদাদকে ৪-২ গোলে হারিয়ে সূচনা করেছিল বার্সেলোনা। তবে দ্বিতীয় ম্যাচে বিলবাওয়ের বিপক্ষে ড্র করতে বাধ্য হয় বার্সেলোনা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]